শাহরুখের 'জওয়ান' যেন ‘রক্তবীজ’। যার মৃত্যু নেই, রোজই নতুন করে জন্ম হচ্ছে, শাহরুখের ‘জওয়ান’-এর আয়ু শেষ হয়েও যেন হচ্ছে না। দেখতে দেখতে Box Office-এ ৫০ দিন পার করে ফেলল কিং খানের ছবি। এই মুহূর্তে বিশ্বব্যাপী এই ছবির আয় ১,১৪৬ কোটি টাকা। চলতি বছর (২০২৩)-এ সর্বোচ্চ আয়কারী ছবি এটি।
বক্স অফিসে ৫০ দিন পার করার পরও এই ছবি মানুষের ভালোবাসা পাচ্ছে। গত ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেয়েছিল ‘জওয়ান’। এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে এই ছবির মোট আয় ৭৫৯ কোটি টাকা, আর নেট আয় (খরচ বাদে আয়) এখনও পর্যন্ত প্রায় ৬৪০ কোটি টাকা। এই ছবিটি মুক্তির দিন শুধুমাত্র হিন্দিতে নেট প্রায় ৬৫ কোটি টাকা আয় করেছিল। সপ্তাহন্তে ছবির নেট আয় দাঁড়িয়েছিল ২৫২ কোটি টাকায়। প্রথম সপ্তাহ শেষে এই ছবির নেট আয় ছিল ৩৪৮ কোটি টাকা।
আরও পড়ুন-১০-এ ১০! বক্স অফিসের লড়াইয়ে বাকি ছবিকে হারিয়ে দিল দশম অবতার, কী বলছেন সৃজিত-প্রসেনজিৎ?
শাহরুখের ‘জওয়ান’ সবথেকে দ্রুততম হিন্দি ছবি হিসাবে ১০০ কোটি টাকা আয় করে, মাত্র ২দিনে। মাত্র ৪ দিনে এই ছবি ২০০ কোটির গণ্ডি পার করে। মাত্র ৬ দিনে 'জওয়ান' ৩০০ কোটি আর ৯ দিনে ৪০০ কোটির ব্যবসা করে ফেলে। ৫০০ কোটির ব্যবসা করতে ছবিটির লেগেছিল ১৮দিন। ‘জওয়ান’ প্রথম বলিউড ছবি হিসেবে শুধুমাত্র দেশীয় বক্স অফিসে ৬০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করে।
ফিল্ম বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, ‘জওয়ান’ শুধুমাত্র ভারতে ৬ সপ্তাহের শেষে মোট ৬৪০.৪২ কোটি টাকা আয় করেছে। তিনি এই ছবিকে 'অল টাইম ব্লকব্লাস্টার' বলেও ঘোষণা করেন। এই প্রথম কোনও হিন্দি ছবি এত বিপুল আয় করল।
'জওয়ান'-এ শাহরুখ ছাড়াও রয়েছেন,নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য, গিরিজা ওক, লেহার খান এবং আলিয়া কুরেশি। ছবিতে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের ক্যামিও চরিত্রে রয়েছেন।