পুজো শেষ, উৎসবে মাতোয়ারা সকল বাঙালিরই মুখ ভার। তবুও হাসিমুখে বরণ করে 'মা'কে বিদায় জানাতেই হয়। গোটা বাংলাজুড়েই তাই বিষাদের সুর। তারই মাঝে চলছে, দেবী বরণ ও বিজয়া দশমী সারার পালা। টলিপাড়ার তারকা দম্পতি দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে দেখা গেল দেবীবরণে। বিজয়ার দিন 'মা'কে বিদায় জানিয়ে সিঁদুর খেললেন দেবলীনা কুমার। আর জমিয়ে ঢাক বাজাতে দেখা গেল গৌরব চট্টোপাধ্যায়কেও।
নিজের পাড়ার পুজো, যেটা কিনা তাঁর বাবা দেবাশিস কুমারের পুজো বলেই পরিচিত, সেই পুজোতেই এবার মেতে ছিলেন দেবলীনা কুমার। প্রতিবছরই দেবলীনা অবশ্য ত্রিধারার পুজোতে অংশ নেন। ২৫ অক্টোবর, বুধবার সেখানেই দেবীবরণের পর সিঁদুর খেললেন দেবলীনা কুমার। এদিন তাঁর পরনে ছিল ট্রাডিশনাল লাল শাড়ি, কানে ও হাতে ভারী গয়না। দেবী বরণের পর 'মা'কে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানালেন দেবলীনা। বরণের সমগ্র মুহূর্তটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবলীনা কুমার। আর এরপরই আসে সিঁদুর খেলার পালা। স্বামী গৌরবের কপালে সিঁদুরের তিলক কেটে সোহাগে,আদরে, আর সিঁদুরে মাখামাখি হতে দেখা গিয়েছে দেবলীনাকে। সব শেষে দেবশিস কুমার, দেবযানী কুমারের সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে দেবলীনা ও গৌরবকে। ছবিগুলি পোস্ট করে সকলকে বিজয়ার শুভেচ্ছা জানাতেও ভোলেননি দেবলীনা।
আরও পড়ুন-৪কোটির ল্যাম্বরগিনি কিনে ইসকনে গিয়ে পুজো করালেন, ট্রোলিংয়ের মুখে শ্রদ্ধা
অন্যদিকে লাল পাঞ্জাবি আর আর সাদা চোস্তা আর রোদচশমায় সেজে ঢাক বাজাতে দেখা গেল গৌরব চট্টোপাধ্যায়কে। এদিন এক ফাঁকে শ্বশুরমশাই দেবশিস কুমারের সঙ্গেও যুগলবন্দিতে ঢাক বাজাতে দেখা গেল গৌরবকে।
প্রসঙ্গত, পুজোয় মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি 'রক্তবীজ'। সেখানে রয়েছেন দেবলীনা কুমার। অন্যদিকে গৌরব ব্যস্ত নিজের সিরিয়াল নিয়ে। তবে নিজেরা আনন্দ করার পাশাপাশি অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানাতে ভোলেননি গৌরব-দেবলীনা।