বাংলা নিউজ > বায়োস্কোপ > Shraddha Kapoor: ৪কোটির ল্যাম্বরগিনি কিনে ইসকনে গিয়ে পুজো করালেন, ট্রোলিংয়ের মুখে শ্রদ্ধা

Shraddha Kapoor: ৪কোটির ল্যাম্বরগিনি কিনে ইসকনে গিয়ে পুজো করালেন, ট্রোলিংয়ের মুখে শ্রদ্ধা

শ্রদ্ধা কাপুরের ল্যাম্বরগিনি

৪ কোটির ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা গাড়িটি চালানোর আগে, সেটি পুজো করাতে মুম্বইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। শ্রদ্ধা ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে নিজের গাড়িটি পুজো করান। তারপর সেই গাড়ির চালকের আসনে নিজেই বসেন। 

দশেরাতে নিজেকে নিজেই একটা ল্যাম্বরগিনি উপহার দিলেন শ্রদ্ধা কাপুর। লাল রঙের সেই ল্যাম্বরগিনির দাম শুনলে সাধারণ মধ্যবিত্তের চোখ কপালে উঠবে। ৪ কোটির ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা গাড়িটি চালানোর আগে, সেটি পুজো করাতে মুম্বইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্য়াল মিডিয়ায় উঠে আসা ছবিতে শ্রদ্ধাকে ছিমছাম সালোয়ার কামিজ পরে আর লাল ওড়না গায়ে দেখা যাচ্ছে। শ্রদ্ধা ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে নিজের গাড়িটি পুজো করান। তারপর সেটিতে ফুলের মালা পরাতেও দেখা যাচ্ছে শ্রদ্ধাকে। তারপর সেই গাড়ির চালকের আসনে নিজেই বসেন। এদিন শ্রদ্ধার কপালে দেখা যায় পুজোর তিলক।

আরও পড়ুন-বিজয়া দশমী! সোহাগে-আদরে-সিঁদুরে মাখামাখি, ঢাক বাজালেন গৌরব, নাচলেন দেবলীনা

ল্যাম্বরগিনি মুম্বাইয়ের প্রধান পূজা চৌধুরীও শ্রদ্ধা আর তাঁর লাল ল্যাম্বরগিনির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পূজা লিখেছেন, ‘আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! আমরা যখন প্রতিভাবান শ্রদ্ধা কাপুরের হাতে একটি হুরাকান টেকনিকা তুলে দিচ্ছি, আমি বছরের পর বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি। এই কোম্পানির সঙ্গে আমার যাত্রার এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত। এটি মুম্বাইতে প্রথম যে ল্যাম্বরগিনি এমন একজন প্রতিভাবান মহিলাকে বিক্রি করা হয়েছে।’

এদিকে ল্যাম্বরগিনি কেনার জন্য তীব্র ট্রোলের মুখেও পড়তে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। প্রসঙ্গত এই গাড়িটি অত্য়ন্ত ব্যয়বহুল একটি গাড়ি। এরপর উপর এই গাড়িটি উচ্চ অ্যাকটেন ফুয়েলে চলে, যা কম জায়গায় পাওয়া যায়। এই গাড়ি সাধারণ জ্বালানিতেও চালানো যায় ঠিকই তবে তাতে ইঞ্জিনের ক্ষতি হয় বলেই দাবি করা হয়। আর এই কারণেই এই গাড়ির পরিবেশ ক্ষতি করে বলেও দাবি করা হয়। আর এই কারণগুলি তুলে ধরে সোশ্যাল মডিয়ায় শ্রদ্ধার তীব্র সমালোচনা করেন কিছু নেটিজেন। 

এদিকে কাজের ক্ষেত্রে শ্রদ্ধা কাপুরকে শীঘ্রই রাজকুমার রাও-এর সঙ্গে স্ত্রী-২তে দেখা যাবে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

বিচার ছাড়াই উগান্ডার জেলে ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতির মেয়ে, ষড়যন্ত্রের অভিযোগ চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশানাল টাস্ক ফোর্স, কাজে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট ভারত সফরে চূড়ান্ত ব্যর্থ, চাকরি হারালেন বাংলাদেশের কোচ হাথুরু! দায়িত্বে সিমন্স ৬ বছর পর অক্ষয় কুমারের ‘নন্দু নো স্মোকিং’ বিজ্ঞাপন সরিয়ে নিল সিবিএফসি! 'সেই একঘেয়ে পুরনো কথা'! খলিস্তান ইস্যুতে ট্রুডোর মন্তব্যকে তুলোধনা ভারতের পুজোয় বাংলা ছবির কাছে গো-হারা হেরেছে বলিউড, কী বলছে বক্স অফিস রিপোর্ট? উপনির্বাচনের দিন ঘোষণা করা হল, আগামী মাসে বাংলার ৬ কেন্দ্রে ভোট কার্যত দেউলিয়া পাকিস্তান নৌসেনার আধুনিকীকরণের টাকা পাচ্ছে কীভাবে, নজর রাখছে ভারত সুতো ঝুলছে সিভিক ভলান্টিয়ারদের ভাগ্য, হাসপাতাল - স্কুলে মোতায়েন নয়, বলল SC বল শাইন করতে লিচের মাথায় এটা কী করলেন জো রুট! ভক্তেরা হাসি থামাতে পারছেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.