দশেরাতে নিজেকে নিজেই একটা ল্যাম্বরগিনি উপহার দিলেন শ্রদ্ধা কাপুর। লাল রঙের সেই ল্যাম্বরগিনির দাম শুনলে সাধারণ মধ্যবিত্তের চোখ কপালে উঠবে। ৪ কোটির ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা গাড়িটি চালানোর আগে, সেটি পুজো করাতে মুম্বইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। তারই নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্য়াল মিডিয়ায় উঠে আসা ছবিতে শ্রদ্ধাকে ছিমছাম সালোয়ার কামিজ পরে আর লাল ওড়না গায়ে দেখা যাচ্ছে। শ্রদ্ধা ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে নিজের গাড়িটি পুজো করান। তারপর সেটিতে ফুলের মালা পরাতেও দেখা যাচ্ছে শ্রদ্ধাকে। তারপর সেই গাড়ির চালকের আসনে নিজেই বসেন। এদিন শ্রদ্ধার কপালে দেখা যায় পুজোর তিলক।
আরও পড়ুন-বিজয়া দশমী! সোহাগে-আদরে-সিঁদুরে মাখামাখি, ঢাক বাজালেন গৌরব, নাচলেন দেবলীনা
ল্যাম্বরগিনি মুম্বাইয়ের প্রধান পূজা চৌধুরীও শ্রদ্ধা আর তাঁর লাল ল্যাম্বরগিনির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পূজা লিখেছেন, ‘আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! আমরা যখন প্রতিভাবান শ্রদ্ধা কাপুরের হাতে একটি হুরাকান টেকনিকা তুলে দিচ্ছি, আমি বছরের পর বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি। এই কোম্পানির সঙ্গে আমার যাত্রার এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত। এটি মুম্বাইতে প্রথম যে ল্যাম্বরগিনি এমন একজন প্রতিভাবান মহিলাকে বিক্রি করা হয়েছে।’
এদিকে ল্যাম্বরগিনি কেনার জন্য তীব্র ট্রোলের মুখেও পড়তে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। প্রসঙ্গত এই গাড়িটি অত্য়ন্ত ব্যয়বহুল একটি গাড়ি। এরপর উপর এই গাড়িটি উচ্চ অ্যাকটেন ফুয়েলে চলে, যা কম জায়গায় পাওয়া যায়। এই গাড়ি সাধারণ জ্বালানিতেও চালানো যায় ঠিকই তবে তাতে ইঞ্জিনের ক্ষতি হয় বলেই দাবি করা হয়। আর এই কারণেই এই গাড়ির পরিবেশ ক্ষতি করে বলেও দাবি করা হয়। আর এই কারণগুলি তুলে ধরে সোশ্যাল মডিয়ায় শ্রদ্ধার তীব্র সমালোচনা করেন কিছু নেটিজেন।
এদিকে কাজের ক্ষেত্রে শ্রদ্ধা কাপুরকে শীঘ্রই রাজকুমার রাও-এর সঙ্গে স্ত্রী-২তে দেখা যাবে।