বাংলা নিউজ > বায়োস্কোপ > Rani Mukerji: ছোট্ট ড্রেস পরে উঁচু দিয়ে হাঁটতে পারছিলাম না, নিচে থেকে সব দেখা যাচ্ছিল: রানি

Rani Mukerji: ছোট্ট ড্রেস পরে উঁচু দিয়ে হাঁটতে পারছিলাম না, নিচে থেকে সব দেখা যাচ্ছিল: রানি

রানি মুখোপাধ্যায়, 'কুছ কুছ হোতা হ্যায়'

‘যখন করণ (করণ জোহর) ও মণীশ (মণীশ মালহোত্রা) আমাকে ড্রেসটা দিল, তখন সেটা ছিল একটা গাউন। এরপর সেটা সেটে পৌঁছানো পর্যন্ত ক্রমাগত ছোট হতে থাকে। পোশাকটি যখন সেটের সিনেমাটোগ্রাফার দেখলেন, উনি বলেছিলেন, ও এটা বুঝি বেবি সানার পোশাক! ওঁরা বলল, নাহ এটা আসলে রানির জন্য। উনি শুনে ভয় পেয়ে গিয়েছিলেন।’

'কুছ কুছ হোতা হ্যায়'-এর সেই সুপারহিট গান, শাহরুখ-কাজল আর রানি-র ‘কোয়ি মিল গ্যয়া’। গানের সঙ্গে একটা ভীষণই ছোট্ট ড্রেসে নাচতে দেখা যায় রানিকে। সম্প্রতি সেই ছোট্ট পোশাকে নেচে স্টেজ জমিয়ে দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন রানি মুখোপাধ্যায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কাজল ও রানি। বলিপাড়ার এই দুই তারকা, সম্পর্কে আবার কিনা দুই বোন।

কাজল বলেন, ‘আমি প্রথমে দেখে ভেবেছিলাম, নড়াচড়া করতে পারবে বলে মনে হচ্ছে না। তারপর দেখলাম ও দিব্যি নাচল, মুগ্ধ হয়েছিলাম।’ এরপরই রানিকে কাজল প্রশ্ন করেন, ‘কী করে করলে?’ উত্তর দিতে গিয়ে রানি মুখোপাধ্যায় বলেন, ‘আমি নিজেও জানি না কভাবে করলাম। শুধু স্রোতে ভেসে করে ফেলেছিলাম। তখন আমার বয়স মাত্র ১৭, তার আগে আমি কখনও এত ছোট স্কার্ট পরিনি।’

রানি বলেন, ‘যখন করণ (করণ জোহর) ও মণীশ (মণীশ মালহোত্রা) আমাকে ড্রেসটা দিল, তখন সেটা ছিল একটা গাউন। এরপর সেটা সেটে পৌঁছানো পর্যন্ত ক্রমাগত ছোট হতে থাকে। পোশাকটি যখন সেটের সিনেমাটোগ্রাফার দেখলেন, উনি বলেছিলেন, ও এটা বুঝি বেবি সানার পোশাক! ওঁরা বলল, নাহ এটা আসলে রানির জন্য। উনি শুনে ভয় পেয়ে গিয়েছিলেন।’

আরও পড়ুন-আমি খুব বেশি জাজমেন্টাল নই, কে কী পরিস্থিতি কোন কাজ করছে, এপার থেকে বোঝা মুশকিল: গার্গী

আরও পড়ুন-আমার জীবন বা কেরিয়ারে কোনও 'গডফাদার' পাইনি, 'গডমাদার' পেয়েছি: প্রসেনজিৎ

<p>'কুছ কুছ হোতা হ্যায়', ছবিতে রানি</p>

'কুছ কুছ হোতা হ্যায়', ছবিতে রানি

রানি বলেন, ‘ওটা পরে আমি হাঁটতে স্বচ্চন্দ বোধ করছিলাম না, তবে ওখানে শাহরুখ, কাজলদি, করণ ফারহা ছিলেন। ওঁরা আমাকে সাহস জুগিয়েছিলেন। আমি অস্বস্তি বোধ করছিলাম, কারণ আমি ছিলাম উপরে আর নিচে ছিল ছেলেমেয়েরা। সকলেই উপরের দিকে তাকাচ্ছিল, এটা আমার কাছে দুঃস্বপ্ন ছিল। তবে যখন নিজেকে পর্দায় দেখলান অবাক হয়ে গেলাম।’

প্রসঙ্গত ১৯৯৮-এর মুক্তি পায় সুপারহিট ছবি 'কুছকুছ হোতা হ্যায়'। এখনও বহু সিনেমাপ্রেমীর কাছে এই ছবিটি সমান পছন্দের। ছবিতে অল্প কিছুক্ষণের জন্য সলমন খানকেও দেখা গিয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন