আড্ডাটাইমসের মালিকানা বদল হয়েছে সম্প্রতি। আর তারপরই এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ। এখানেই পয়লা বৈশাখে আসছে একটি নতুন বাংলা ওয়েব সিরিজ। নাম অমৃতের সন্ধানে। এখানে একসঙ্গে স্ক্রিন ভাগ করবেন সৌরসেনী মৈত্র এবং দেবাশিস মণ্ডল। তাঁদের সঙ্গে এখানে দেখা যাবে চন্দন রায় সান্যালকেও। নববর্ষ উপলক্ষ্যে এই নতুন ওয়েব সিরিজ মুক্তি পাবে বলে জানা গিয়েছে।
নববর্ষে আড্ডাটাইমসে আসছে অমৃতের সন্ধানে: দ্য বেনারস চ্যাপ্টার। এই সিরিজটির পরিচালনা করেছেন অভিনন্দন দত্ত। এই সিরিজে থাকবে ৮টি পর্ব। নববর্ষের সময় ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই সিরিজ।
সম্প্রতি অমৃতের সন্ধানে দ্য বেনারস চ্যাপ্টারের পোস্টার মুক্তি পেয়েছে। সেখানেই দেখা গিয়েছে গল্পের তিন প্রধান চরিত্রকে। তাঁরা একে অন্যের সঙ্গে এই প্রথমবার কোনও প্রজেক্টে কাজ করলেন। এখানে উঠে আসবে রহস্যের গন্ধ।
প্রসঙ্গত ২০১৬ সালে পথচলা শুরু হয় আড্ডাটাইমসের। এখানে কেবল বাংলা কনটেন্ট দেখা যেত। কনটেন্টের সংখ্যাও ছিল সীমিত। কিন্তু এই বছর এই ওটিটি প্ল্যাটফর্মের মালিকানা বদল হয়েছে। নিশপাল সিং রানে তথা সুরিন্দর ফিল্মসের কর্ণধার এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের বেটার হাফ এই ওটিটি প্ল্যাটফর্ম কিনেছেন সদ্য। মনে করা হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মকে ঢেলে সাজানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিশপাল সিং রানে এই ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ে বলেন, 'আঞ্চলিক এবং গোটা দেশে ছবি ও ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি আমরা। বর্তমান পরিস্থিতিতে বিনোদন দুনিয়ায় ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই 'আড্ডা টাইমস'-এর মালিকানা হাতে নেওয়ার সিদ্ধান্ত। কেবলমাত্র বিভিন্ন কনটেন্টের এক্সক্লুসিভ প্রিমিয়ারই নই, কেবলমাত্র 'আড্ডা টাইমস'-এর জন্য নতুন সিরিজ বা ছবি বানানোরও পরিকল্পনা রয়েছে। দর্শকদের ভাল ছবি উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা।'
এই প্ল্যাটফর্মে অমৃতের সন্ধানে ছাড়াও জেন্টলম্যান, ইত্যাদি সিরিজও মুক্তি পেতে চলেছে। জেন্টলম্যান সিরিজটিতে থাকবেন জয় সেনগুপ্ত, মীর আফসার আলি, রুদ্রনীল ঘোষ, প্রমুখ।