বাংলা নিউজ > বায়োস্কোপ > Ahona Dutta: ‘ভালোবাসা অপরাধ! উনি সম্পর্কটাকে হাস্যকর করে তুলেছেন’, ‘মিশকা’র মাকে নিয়ে সরব মেকআপ আর্টিস্ট প্রেমিক

Ahona Dutta: ‘ভালোবাসা অপরাধ! উনি সম্পর্কটাকে হাস্যকর করে তুলেছেন’, ‘মিশকা’র মাকে নিয়ে সরব মেকআপ আর্টিস্ট প্রেমিক

অহনার মাকে নিয়ে সরব প্রেমিক দীপঙ্কর

দীপঙ্কর রায় আরও জানান, অহনা তাঁর কাছে চলে আসার কারণ, তাঁকে ফোন করে অভিনেত্রীর বাড়ির লোকজন অনেক কথা শুনিয়েছেন। দীপঙ্করের প্রশ্ন, ‘ও ভালোবেসেছে এটাই অপরাধ? …আমি জানি উনি (চাঁদনী গঙ্গোপাধ্যায়) যা করেছেন মায়ের জায়গা থেকে করেছেন, তবে দিনের শেষে এই সম্পর্কটাকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন।’

তাঁর যে একটা মেয়ে আছে, সেকথা ভুলেই যেতে চান। মায়ের মুখে এমন কথা শুনলে যে কেউ হয়ত আঁতকে উঠবেন। তবে ছোটপর্দার অভিনেত্রী অহনা দত্ত ওরফে ‘মিশকা’র সঙ্গে তাঁর মায়ের এই সমীকরণটা এতদিনে হয়ত অনেকেরই জানা। অহনার সোশ্যাল মিডিয়া যাঁরা ফলো করেন, তাঁরা অভিনেত্রীর সঙ্গে তাঁর মায়ের সম্পর্কের তিক্ততার কথা নিশ্চয় জানেন।

অহনার ‘অপরাধ’ তিনি 'অনুরাগের ছোঁয়া'র মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়কে ভালোবাসেন। দীপঙ্কর ডিভোর্সি, তাঁর আর অহনার বয়সের বিস্তর ফারাক। এটাই অভিনেত্রীর মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের রাগের কারণ। তিনি মেয়ের সঙ্গে দীপঙ্করের সম্পর্ক চাননি। আর সেকারণেই মেয়ের সঙ্গে গত ১ বছর তিনি কথাও বলেননি। ফেসবুকে মেয়ের সঙ্গে দীপঙ্করের সম্পর্ক নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর মা চাঁদনী। লিখেছেন, তিনি ভুলে যেতে চান, যে তাঁর একটা মেয়ে আছে। তবে এসব নিয়ে কী বক্তব্য অহনা দত্তের প্রেমিক দীপঙ্কর রায়ের? অবশেষে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি এবিষয়ে TV9 বাংলাকে মেকআপ শিল্পী দীপঙ্কর বলেন, তাঁর নামে অনেক সমালোচনা। একটা সময় অহনার মা তাঁকে নিয়ে অনেক কিছু বলেছেন। সোশ্যল মিডিয়াতেও চাঁদনী গঙ্গোপাধ্যায় অনেক কিছু লিখতেন, এসবই দীপঙ্করের জানা। তবে তাঁর সাফ কথা, তিনি আর এধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন না। কারণ, নেতিবাচক বিষয় তাঁর ভালো লাগে না।

দীপঙ্কর রায় বলেন, ‘আমার অহনাকে ভালো লেগেছিল, কোনওকিছু না ভেবেই ওকে জানিয়েছিলাম। অহনা আমার অতীত জানে, বয়সের ফারাকও জানে। কতবার এসব নিয়ে ওর সঙ্গে মজাও করেছি। তবে ও নিজেই সিদ্ধান্ত নিয়েছিল। মনে করেছিল আমার উপর ভরসা করা যায়। ও সবটা বাড়িতে জানিয়েছিল তবে ওঁরা মানেনি। বাধ্য হয়েই একদিন ও বাড়ি ছেড়ে বের হয়ে এসেছিল। আমি ওকে ওঁর সিদ্ধান্ত নিয়ে বারবার জিগ্গেস করেছি। যে তুই খুশি তো? আমার উপর ভরসা করেছিল সেই কবেই।’

দীপঙ্কর রায় আরও জানান, অহনা তাঁর কাছে চলে আসার পর তাঁকে ফোন করে অভিনেত্রীর বাড়ির লোকজন অনেক কথা শুনিয়েছেন। তিনি তখন সাফ জানিয়েছিলেন, তাঁকে যা বলার বলুন, অহনাকে কিছু বলবেন না। দীপঙ্করের প্রশ্ন, ‘ও ভালোবেসেছে এটাই অপরাধ? …আমি জানি উনি (চাঁদনী গঙ্গোপাধ্যায়) যা করেছেন হয়ত মায়ের জায়গা থেকে করেছেন, তবে দিনের শেষে এই সম্পর্কটাকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন।’

দীপঙ্করের কথায়, অহনা কোনওদিনও যদি বাড়ি ফিরে যেতে চান, সেই জায়গাটাও ওঁর মা রাখেননি। তবে এতকিছুর পরেও অহনার মায়ের প্রতি কোনও ক্ষোভ রাখতে চাননা মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়। তাঁর কথায়, এত কিছুর পরেও ওঁরা সব ঠিক করে নিতে চাইলে তিনি রাজি।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না: দেব পর্দার পেছনে ডার্ক লর্ড! চালান স্বাস্থ্যভবন,কে সেই প্রভাবশালী? বিস্ফোরক শুভেন্দু 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে' আনোয়ার তুমি কার! সকালে ইস্টবেঙ্গলে, দুপুরে মোহনবাগানে! রাজধানীতে চূড়ান্ত নাটক… United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ব্যবসায়ীদের আর্জি খারিজ, চাহিদার কথা জানিয়ে ইলিশ রফতানিতে না বাংলাদেশ সরকারের ওষুধ দিয়ে সঞ্জয়ের পেট থেকে কথা বের করতে চাইছিল CBI! এই নারকো টেস্ট হয়েছিল কাসভের AFG vs NZ Test: একটা বলও খেলা হল না, এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত হয়েছে শাহরুখের ‘জওয়ান’-এ কাজ করতে গিয়ে অপমানিত! মুখ খুললেন বিরাজ ঘেলানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.