কথায় আছে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ! সেটাই ঘটল অভিনেতা হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে। বেশ কয়েক সপ্তাহ আগেই শোনা গিয়েছিল জি বাংলায় ‘ক্রিস্টাল ড্রিমস’-এর আসন্ন মেগায় নায়িকা চরিত্রে থাকবেন হিয়া মুখোপাধ্যায়। মানে ‘নয়নতারা’ সিরিয়ালের তারা। টেলিপাড়ায় কানাঘুষো সিরিয়ালের প্রথম প্রোমোও নাকি শ্যুট হয়ে গিয়েছিল। অথচ এতকিছুর পরেও হিয়াকে এই সিরিয়াল থেকে হঠাৎ করেই ‘বাদ’ দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। স্বভাবতই হিয়া-ভক্তদের মন ভেঙেছে!
এই সিরিয়ালে নায়কের ভূমিকায় থাকবেন অনুভব কাঞ্জিলাল, এর আগে বড় পর্দায় একাধিক ছবিতে কাজ করেছেন অনুভব। ‘গুলদস্তা’, ‘সহবাসে’-এর মতো প্রোজেক্ট রয়েছে তাঁর ঝুলিতে। এই সিরিয়ালের সঙ্গেই টেলিপর্দায় ডেবিউ সারবেন অনুভব। শুরুতেই নায়িকা বদলে গেল, এই সিরিয়ালের নায়কের সিকেলশন নিয়েও নাকি দীর্ঘসময় ধরে মতের মিল হয়নি চ্যানেল ও প্রযোজনা সংস্থার। সূত্রের খবর, এই সিরিয়ালে হিয়ার বদলে নায়িকা হিসাবে থাকবেন খেয়ালি মণ্ডল। হ্যাঁ, স্টার জলসার ‘আলতা ফড়িং’ নায়িকা এবার তুরুপের তাস জি বাংলার। রাত ১০টা-র স্লট উদ্ধার করতে মরিয়া চ্যানেল। তাই দ্রুতই ‘মুকুট’ শেষ করে এই মেগা সিরিয়াল আনার পরিকল্পনা জারি রয়েছে।
সূত্র বলছে এই সিরিয়ালে অনুভব-খেয়ালি ছাড়াও দেখা যাবে জি বাংলার অতি প্রিয় নায়ককে! হ্যাঁ, মিঠাই সিরিয়ালের সোম মানে অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারও নাকি অংশ হবেন ক্রিস্টার ড্রিমসের নতুন মেগার। মিঠাই ছাড়াও, পিলু-সহ একাধিক মেগায় ধ্রুব নজর কেড়েছেন।
প্রসঙ্গত, ‘আলতা ফড়িং’ সিরিয়ালের সঙ্গেই অভিনয়ে হাতে খড়ি খেয়ালির। সিরিয়ালে জিমন্যাস্টের চরিত্রে অভিনয় করেছিলেন খেয়ালি, বাস্তবেই জিমন্যাস্ট তিনি। দুর্দান্ত নাচেন। শুরুতে অর্ণব-খেয়ালির এই সিরিয়াল দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। পরে অবশ্য আচমকাই হিরো গল্পের ভিলেন হয়ে যায়। তাতে খেই হারিয়েছিল ‘আলতা ফড়িং’। মার্চ মাসে শেষ হয় এই মেগা। তারপর কেটেছে প্রায় ৫ মাস। এবার নতুন রূপে ফিরছেন তিনি। যদিও গোটা বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি চ্যানেল।
জি বাংলায় সদ্যই শুরু হয়েছে ‘ফুলকি’, ‘কার কাছে কই মনের কথা’র মতো মেগা সিরিয়াল। দু-টির রেটিং প্রশংসনীয়। শুরু থেকেই সেরা তিনে স্থান ধরে রেখেছে ‘ফুলকি’, অন্যদিকে ধামাল করছে ‘জগদ্ধাত্রী’। কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’র আধিপত্য ঘোঁচাতে এখনও পুরোপুরি সফল হয়নি তাঁরা। নতুন মেগা কি সেই অসাধ্য সাধনে সফল হবে? সেটাই এখন দেখবার।