বিগত কয়েক বছর ধরে নানা রোগের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশের গায়ক আকবর। ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে। পরে শরীরে জল জমার কারণে তাঁর ডান পায়ে ক্ষত তৈরি হয়।
বর্তমানে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রবিবার রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ডান পা কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী কানিজ ফাতেমা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। আরও পড়ুন: Haami 2: পড়াশোনার চাপ আর নেই! ‘হামি ২’ গানে গানে বলে দিল কীভাবে জীবন হবে ‘নো চাপ’-এর
প্রসঙ্গত, প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। এরই মাঝে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। দেশে এবং বিদেশেও চিকিৎসা করিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। আরও পড়ুন: Kabir Suman: বাংলাদেশের জাদুঘরে বাতিল কবীর সুমনের অনুষ্ঠান, কী এমন ঘটল
গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। গান শেখেননি কখনও। শুরুর দিকে স্টেজ শো হলে ডাক পেতেন। ধীরে ধীরে তাঁর কণ্ঠ জনপ্রিয়তা পেতে শুরু করে যশোরে। কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলি গাজী। শ্রোতাদের কাছে তিনি আকবর নামে জনপ্রিয়।