'সিটকম' অভিনেতা চার্লি শিন-কে গলা টিপে খুনের চেষ্টা। হলিউড অভিনেতার বাড়িতে ঢুকে তাঁর উপর এই হামলা চালালো তাঁরই প্রতিবেশী। ঘটনায় অভিনেতা চার্লি শিনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিনেতার তরফে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগে ফোন করা হলে তৎক্ষণাৎই ব্যবস্থা নেওয়া হয়।
মার্কিন মুলুকের বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই প্রতিবেশী মহিলা জোর করে চার্লি শিনের বাড়িতে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে অভিনেতার উপর হঠাৎ আক্রমণ করা সে। চার্লির শার্ট ছিঁড়ে দেওয়া হয় এবং তাঁর শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে আঘাতও করা হয়। যদিও ঘটনাস্থলে প্যারামেডিকরা পৌঁছলে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি।
আরও পড়ুন-ওরা নাকি নাকউঁচু, বাংলা ছবি দেখে না! কিন্তু আমাদের দেখলেই সেলফি তুলতে আসে: সোহম
আরও পড়ুন-'ও তো বিয়ে না করেও বন্দি', দেবের মনের কথা ফাঁস করলেন সোহম
আরও পড়ুন-দুর্নীতির ধর্মপুরে 'মসিহা' দেব, সৌমিতৃষার সঙ্গে রোম্যান্স কতটা জমল? কেমন হল 'প্রধান'?
জানা যাচ্ছে, মূলত চুরির জন্যই চার্লি শিনের বাড়িতে ঢুকেছিলেন ওই প্রতিবেশী মহিলা। তবে অভিনেতা দরজা খুললে বছর ৪৭-এর ওই মহিলা জোর করে ভিতরে ঢোকেন। বাধা দিলে অভিনেতার উপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হয়, তাঁর শ্বাসরোধ করার চেষ্টা করা হয়।
তবে এই প্রথম নয়, জানা যাচ্ছে ওই মহিলার সঙ্গে আগেও নাকি অভিনেতা চার্লি শিনের সমস্যা তৈরি হয়েছিল। ঘটনার কিছুদিন আগে অভিনেতার বাড়ির সামনে আবর্জনা ফেলেছিলেন ওই প্রতিবেশী। একবার চার্লির গাড়িতে তরল কিছু স্প্রে করেছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০০৩ সালে জনপ্রিয় সিটকম Two and a Half Men-এ চার্লি হার্পারের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান। বহু টেলি সিরিজে অভিনয় করেছেন তিনি। আবার ব্যক্তিগত কারণেও আলোচনায় উঠে এসেছেন অভিনেতা চার্লি। অ্যালকোহল, মাদক সেবন, বৈবাহিক সমস্যার জেরেও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা চার্লি শিন।