বাংলা নিউজ > বায়োস্কোপ > গ্রামবাসীদের চাঁদায় তৈরি ‘‌দুধপিঠের গাছ’ মুক্তি পেল আজ, হল ভরিয়ে দেওয়ার আবেদন

গ্রামবাসীদের চাঁদায় তৈরি ‘‌দুধপিঠের গাছ’ মুক্তি পেল আজ, হল ভরিয়ে দেওয়ার আবেদন

ছবির মুখ্য চরিত্র গৌরের ভূমিকায় হর্ষিল দাস। ছবি সৌজন্য : ফেসবুক

প্রযোজক ‌নদিয়ার আড়ংঘাটা গ্রামের ৯৩০টি পরিবার এবং দেশ–বিদেশের ১৯৬ জন সিনেমাপ্রেমী মানুষ। ক্রাউডফান্ডিং বা গণ অর্থায়নে নির্মিত কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি এই প্রথম প্রেক্ষাগৃহে মুক্তির স্বাদ পেল।

চাঁদা তুলে যদি উৎসব হতে পারে, সিনেমা কেন নয়!‌ পরিচালক উজ্জ্বল বসুর এই ভাবনার বাস্তবতার নাম ‘‌দুধপিঠের গাছ’‌। যার প্রযোজক ‌নদিয়ার আড়ংঘাটা গ্রামের ৯৩০টি পরিবার এবং দেশ–বিদেশের ১৯৬ জন সিনেমাপ্রেমী মানুষ। ক্রাউডফান্ডিং বা গণ অর্থায়নে নির্মিত কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি এই প্রথম প্রেক্ষাগৃহে মুক্তির স্বাদ পেল। কলকাতা–সহ ভিনরাজ্যের কয়েকটি হাতে–গোনা সিনেমা হলে চলছে ‘‌দুধপিঠের গাছ’। মঙ্গলবার যার প্রিমিয়ার শো কোনও মাল্টিপ্লেক্সে নয়, হয়েছে খোলা আকাশের নীচে আড়ংঘাটার এক ফুটবল মাঠে। যে মানুষগুলো মন উজাড় করে ভালবেসে সিনেমাটি তৈরি করতে ২২ লক্ষ টাকা দিয়েছে তাঁরাই দু’‌চোখ ভরে দেখলেন তাঁদের গ্রামের গপ্পো।

আম, জামের মতো পিঠেরও নাকি গাছ হয়। দিদার কাছে জানতে পেরে মাটিতে এক পিঠে ‘‌রোপণ’‌ করে এই ছবির মুখ্য চরিত্র গৌর। তার স্বপ্নের দুনিয়ায় গাছে পিঠে ফলে। সেই অলীক চিন্তায় ভর করে একদিন সে বেরিয়ে পড়ে স্বপ্ন সত্যি করার তাগিদে। গ্রামবাংলার ছাঁচে এমনই এক কাহিনীর জাল বুনেছেন উজ্জ্বল বসু। তাঁর এবং সিনেমার সব কলাকুশলীর মতে, দর্শকরা এই গল্পের আনাচে–কানাচে তাঁদের ছোটবেলার স্বাদ ফিরে পাবেন। রয়েছে গ্রামীণ জীবনের আর্থিক টানাপোড়েন। আর তার মধ্যেই রয়েছে বেঁচে থাকার তাগিদ।

পরিচালক আড়ংঘাটারই বাসিন্দা। আড়ংঘাটা উপেন্দ্র মোমোরিয়াল ইন্সটিটিউশনের প্রাক্তন ছাত্র তিনি। এই গ্রামের পটভূমিকায় ছবি জানতে পেরে তাঁর পাশে সব দিক থেকে দাঁড়িয়েছেন এই বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা, এলাকার বাসিন্দা, ব্যবসায়ী–সহ মোট ৯৩০টি পরিবারের কয়েক হাজার মানুষ। ছবিটি বানানোর জন্য তাঁর হাতে তুলে দিয়েছেন ২২ লক্ষ টাকা।

গৌরের মায়ের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী দামিনী বেণী বসু। তিনি বলছিলেন, ‘‌গ্রামের সকলে প্রাণ খুলে সবটা করেছেন। শুটিংয়ের জন্য, থাকার জন্য নিজেদের ঘরবাড়ি, উঠোন দিয়েছেন। খাওয়া–দাওয়া থেকে সবরকম যত্নআত্তি করেছেন কাছের মানুষের মতো। ওঁরা না থাকলে এই সিনেমা হয়তো হত না। ওদের চলন, বলন, কথার ধরণ রপ্ত করে নিজের চরিত্রকে আরও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’‌ মুখ্যচরিত্র গৌরের ভূমিকায় অভিনয় করেছে শিশুশিল্পী হর্ষিল দাস। সে ছাড়া এই সিনেমায় রয়েছে প্রায় ৪৫ জন খুদে। সকলেই আনকোড়া। আর সকলের বাড়ি আড়ংঘাটা–সহ আশপাশের গ্রামে। গ্রামের অন্য বাসিন্দারাও অভিনয় করেছেন এই সিনেমায়। দেখুন ট্রেলার—

ছবির চিত্রগ্রহণে শান্তনু বন্দ্যোপাধ্যায়। তিনি বলছিলেন, ‘‌ছোটদের অভিনয় দেখে আমি মুগ্ধ। ওরা যেন ক্যামেরার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছিল।’‌ ছবির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এর সঙ্গে যুক্ত হয়েছেন জয় সরকার। তাঁর সঙ্গীতই বাজবে ‘‌দুধপিঠের গাছ’‌–এর আবহে। তাঁর কথায়, ‘‌আমার সৌভাগ্য যে আমি এমন এক সৃষ্টির সঙ্গে যুক্ত হতে পেরেছি।’‌ দর্শকদের কাছে সিনেমাটি হলে গিয়ে দেখার আবেদন করেছেন পরিচালক সৃজিত মুখার্জি, দেবাশিস সেন শর্মা, ইন্দ্রাশিস আচার্য, প্রদীপ্ত ভট্টাচার্যরা। কারণ, পুজোর মরশুমে অনেক বড় বড় ছবি রিলিজ করেছে। তার মাঝে সামান্য জায়গা পেয়েছে গ্রামবাংলার এই কাহিনী। পুজোর ‌এই ৫ দিন প্রেক্ষাগৃহে দর্শক না এলে উঠে যেতে পারে সিনেমাটি। ‘‌শহরের মাল্টিপ্লেক্স–সহ যে সব হলে ছবিটি রিলিজ করছে পারলে সেগুলি ভরিয়ে দিন’‌— দর্শকদের কাছে আবেদন ছবির সম্পাদক অনির্বাণ মাইতি, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়দের।

বায়োস্কোপ খবর

Latest News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের ‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.