বাংলা নিউজ > বায়োস্কোপ > Darshana-Sourav: ‘নায়িকা বউ’ নিয়ে সৌরভকে কটক্ষ,গর্জে উঠলেন দর্শনার শাশুড়ি-'না পেয়ে হতাশাগ্রস্ত…'

Darshana-Sourav: ‘নায়িকা বউ’ নিয়ে সৌরভকে কটক্ষ,গর্জে উঠলেন দর্শনার শাশুড়ি-'না পেয়ে হতাশাগ্রস্ত…'

‘নায়িকা বউ’ নিয়ে সৌরভকে কটক্ষ,গর্জে উঠলেন দর্শনার শাশুড়ি-'না পেয়ে হতাশাগ্রস্ত…'

Darshana-Sourav: ‘দর্শনার মাথা খারাপ’, অসুস্থ অবস্থাতেও পিছু ছাড়ল না ট্রোলার। বউয়ের হয়ে প্রতিবাদী সৌরভ। আসরে নামলেন নায়কের মা অজন্তা দাস। 

নভেম্বরের শেষে আচমকা সামনে এসেছিল দর্শনা বণিক ও সৌরভ দাসের বিয়ের খবর। ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। তবে সৌভরকে বিয়ের খবর প্রকাশ্যে আসবার পর থেকেই বারবার ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। কখনও সৌরভ-অনিন্দিতার সম্পর্ক টেনে, কখনও আবার সৌরভের অতীতের 'কেচ্ছা' স্মরণ করিয়ে নেটপাড়া আক্রমণ করেছে দর্শনাকে। যোগ্য জবাবও দিয়েছেন অভিনেত্রী। তবে এবার সৌরভ-দর্শনাকে ট্রোল করায় ফুঁসে উঠলেন নায়িকার শাশুড়িমা। আরও পড়ুন-'নিয়মিত কত্থকের তালিম নিচ্ছি', টম বয়ের ভোলবদলে গাঁটছড়ার বনি এবার জলসার ‘রোশনাই’-তে

দু-দিন আগেই শহরের এক নাইটক্লাবে বসেছিল দেবী চৌধুরাণীর ব়্যাপ আপ পার্টি। সেখানে আমন্ত্রিত ছিল সৌরভ-দর্শনা। নবদম্পতির একটি ভিডিয়ো পোস্ট করা হয় ‘টলি অনলাইন’ নামক এক পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে। সেখানে মিডিয়ার মুখোমুখি হওয়ার আগে যত্ন সহকারে বউয়ের চুল ঠিক করে দিতে দেখা গেল সৌরভকে। ভিডিয়োর ক্যাপশনে সৌরভকে ‘পারফেক্ট পার্টনার’-এর খেতাব দেওয়া হয়। মন্তব্য বাক্সে দর্শনা লেখেন, ‘একদমই… বিশেষত যখন তুমি অসুস্থ হও’।

শরীর ভালো ছিল না তাঁর, দর্শনা একথা জানাতেই এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, ‘তোমার শরীর আর মাথা দুটোই খারাপ’। বউয়ের দিকে আঙুল উঠতেই কড়া জবাব সৌরভের। তিনি বলেন, ‘আর তোমার মন আর…থাক’। স্ত্রীর অপমান মেনে নিতে পারেননি সৌরভ, তা স্পষ্ট। এতেও থামেননি ওই জনৈক। তিনি পালটা লেখেন, ‘দাদা আপনি নায়িকা বউ পেয়ে পুরো আকাশে উড়ছেন। এত গর্ব আর ইগো ভাল না।’

ছেলে-বউমার লাগাতার অপমান দেখে আসরে নামেন শাশুড়ি। তিনি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে লেখেন, ‘আপনি না পেয়েও এত হতাশাগ্রস্ত কেন? তাহলে কার মাথা খারাপ?’ প্রত্যেক ট্রোলের কড়া জবাব দিয়েছে মা-ছেলের জুটি। আরেকজন সৌরভের উদ্দেশ্যে লেখেন, ‘ব্যাস, ওমনি নিক জোনাসকে কপি করা শুরু…’। দর্শনার বেটার হাফ লেখেন, ‘আজকাল সব ভালো জিনিসকে কপি করছি, সেটা আমার স্ত্রীকে খুশি রাখে ’। ট্রোলারকে সৌরভের মায়ের প্রশ্ন, ‘এতে তোর এত হিংসে হচ্ছে কেন?’

গত ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন সৌরভ-দর্শনা। জাঁকজমক করে সাত পাক ঘুরেছেন তাঁরা। তারকাদের উপস্থিতিতে ঝলমল করে উঠেছিল গোটা অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে সিঁদুর দান, হুড খোলা গাড়িতে করে দর্শনার শ্বশুর বাড়িতে আসা,রাজকীয় আয়োজন মন কেড়েছিল নেটপাড়ার। বিয়ের পর দুজনেই ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। এখনও বাকি রয়ে গিয়েছে হানিমুনটা। এই ইদে বাংলাদেশে মুক্তি পাচ্ছে দর্শনার ‘ওমর’। নায়িকার ‘ভাইরাল বেবি’ গান ইতিমধ্যেই শোরগোল ফেলেছে।

 

বায়োস্কোপ খবর

Latest News

একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী! কালীঘাটে মমতা-জুনিয়র ডাক্তার রুদ্ধদ্বার বৈঠকের সময় বাইরে উঠল স্লোগান…ছবি একনজরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.