গাঁটছড়ার পর ছোট্ট বিরতি। চার মাসের ব্যাবধানে স্টার জলসার পর্দাতেই ফিরছেন অনুষ্কা গোস্বামী। তবে এবার কেন্দ্রীয় চরিত্রে সবার প্রিয় বনি। শোলাঙ্কি, শ্রীমার মতো অভিজ্ঞতা নায়িকাদের পাশেও নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন অনুষ্কা, এবার লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালের নায়িকা তিনি। শুক্রবার সামনে এসেছে ‘রোশনাই’-এর প্রথম ঝলক। আরও পড়ুন-জলসায় প্রেমের ‘রোশনাই’ নিয়ে আসছেন শন-অনুষ্কা, এই মাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা
হিন্দুস্তান টাইমস বাংলাই প্রথম নিশ্চিত করেছিল শন বন্দ্যোপাধ্যায়ের নায়িকা হিসাবে এই সিরিয়ালে থাকছেন অনুষ্কা, আর প্রোমো সামনে আসার পর আমাদের সঙ্গে নিজের প্রথম প্রতিক্রিয়া ভাগ করে নিলেন অভিনেত্রী। নতুন সফর, নতুন চরিত্র কী বলছেন তিনি? অনুষ্কা জানালেন, ‘সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল আমি ‘রোশনাই’তে যে চরিত্রটা করছি সেটা গাঁটছড়ার বনির থেকে একদম আলাদা। এতদিন দর্শক আমাকে টম বয় বা পুলিশের চরিত্রে দেখেছে। স্বভাবতই এই চরিত্রটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং, ভীষণ এক্সাইটেড’।
প্রথম ঝলক বলছে, এই সিরিয়ালে ক্ল্যাসিক্যাল ডান্সারের চরিত্রে রয়েছেন অনুষ্কা। বাস্তব জীবনে নাচে কতটা পারদর্শী তিনি? নায়িকার জবাব, ‘আমি ছোটবেলায় নাচ শিখতাম, মাঝে অনেকদিনের গ্যাপ ছিল। যখন এই প্রোজেক্টটা হাতে আসে তখন লীনাদি (লীনা গঙ্গোপাধ্যায়), শৈবালদা (শৈবাল বন্দ্যোপাধ্যায়) এদের সঙ্গে আলোচনা করে আমি ফের ডান্স ক্লাসে ভর্তি হই। এখন আমি কত্থকের তালিম নিচ্ছি, নিজেকে একটু যাতে গ্রুম করা যায় আর কী! আমি আগেও কত্থক শিখতাম, এখনও সেটাই করছি’।
চরিত্র নিয়ে বেশি কিছু ভাঙলেন না অনুষ্কা। শুধু বললেন, ‘এই মেয়েটির জীবনে অনেক উত্থান-পতন রয়েছে। অনেকরকম শেডস রয়েছে। ওকে ঘিরেই গল্পটা এগোবে’।
বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক শন। তাঁর সঙ্গে কতটা জমলো অনুষ্কার রসায়ন? ‘শনদাকে আমি আগে থেকে চিনিতাম, কারণ গাঁটছড়া আর মন ফাগুনের শ্য়ুটিং লোকশন একই স্টুডিওতে ছিল। তাই কথাবার্তা আগেও হয়েছে। তবে এই প্রোজেক্টের সূত্রেই আমাদের প্রথম একসঙ্গে কাজ।’, বললেন অনুষ্কা।
গাঁটছড়ায় তিন বোনের গল্প উঠে এসেছে। কেন্দ্রে ছিলেন শোলাঙ্কি রায়। প্রথমবার নায়িকা চরিত্রে অনুষ্কা, কতটা চ্যালেঞ্জের মুখে তিনি? মুচকি হেসে নায়িকার জবাব, ‘কাঁধে অনেকটা বাড়তি দায়িত্ব। আগের সিরিয়লে তিনজন ছিলাম, আমার উপর চাপ কম ছিল। এখানে আমাকে ভালো করতেই হবে। এরজন্য কাজে আমি প্রচণ্ড ফোকাসড থাকছি। লীনাদি-শৈবালদারা আমার উপর ভরসা করে এই সিরিয়ালের জন্য বেছেছে তাই আমি সেরাটা দেওয়ার চেষ্টা করছি’।
আগামী ২৫শে এপ্রিল থেকে রাত ৮.৩০টায় অর্থাৎ লাভ,বিয়ে, আজকাল-এর স্লটে সম্প্রচারিত হবে শন-অনুূষ্কার ‘রোশনাই’।