নব্য বিবাহিত জুটি সৌরভ দাস আর দর্শনা বণিক। দুজনেই নেটপাড়ার খুব পছন্দের। আর বিশেষ করে বিয়ে করার পর থেকে কথাই নেই। দুজনের সাজানো সংসারের টুকটাক ঝলক মাঝেমাঝেই আসে এখন সোশ্যাল মিডিয়াতে। আর সেরকমই একটা ভিডিয়োতে সৌরভকে অভিযোগ করতে শোনা গেল, উপরে নাকি আজকাল ঠিক মতো কাজ হচ্ছে না!
সম্পর্ক নিয়ে গুঞ্জন বরাবরই ছিল সোশ্যাল মিডিয়াতে। তবে দর্শনা বা সৌরভ, কেউই তাতে শিলমোহর দেননি। এরপর ২০২৩ সালের নভেম্বরে সোজা করেন বিয়ের ঘোষণা। এরপর ১৫ ডিসেম্বর তাঁরা সাত পাকে বাঁধা পড়েন। রাজকীয় সেই বিয়ে ছিল সিনেমার মতোই সুন্দর। তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেন ব্যাঙ্কোয়েটে বসে তাঁদের বিয়ের আসর। ছোট পর্দা থেকে বড় পর্দা, তারকাদের মেলা ছিল সৌরভ-দর্শনার বিয়েতে। ছোট পর্দার জুটি নীত-তৃণা, ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে উষসী, ইশাদের নিয়ে জমে উঠেছিল অনুষ্ঠান।
আরও পড়ুন: ১০ দিনে ২৫০ কোটি! হাওয়া লাগল ফাইটারের টিকিট বিক্রির পালে, ভারতে শনিবারের আয় কত?
লাল টুকটুকে বেনারসি পরেছিলেন দর্শনা। অর্ডার দিয়ে বানিয়েছিলেন শাড়ি। যাতে ছিল রুপোর জড়ির কাজ। আর সৌরভ সেজেছিলেন সেই দিনটায় সাদা পঞ্জাবি এবং ধুতিতে। বিদাইয়ের পর ফিয়াট গাড়িতে চেপে সৌরভের বাড়িতে গিয়েছিলেন দর্শনা। তবে বিয়ের পরই দুজনে ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। যাওয়া হয়নি হানিমুনেও। যদিও টুকটাক পার্টি, মুভি বা ডিনর ডেট চলছে ভালোই।
আরও পড়ুন: ‘ছেলের থেকে মেয়ে বেশি…’, ঐশ্বর্যর জন্য দূরত্ব অভিষেকের সঙ্গে? ঠিক কী বললেন জয়া
সৌরভ যে ভিডিয়োখানা পোস্ট করেছেন তাতে দেখা গেল বউকে হেড ম্যাসাজ দিতে ব্যস্ত তিনি। আর দর্শনাও বরের থেকে পাওয়া এই আদর ভরা সেবার মজা নিচ্ছেন চোখ বুজে। তারপর আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন কাঁধও। মানে মাথা ছেড়ে এবার সৌরভের হাত আসুক কাঁধে।
মজার ছলে বানানো এই ভিডিয়োতে সৌরভের মুখে, ‘সবাই বলে জোড়ি নাকি উপর থেকে তৈরি হয়ে আসে। মনে হচ্ছে না উপরেও ঠিক করে কাজ হচ্ছে।’
আরও পড়ুন: ‘পদাতিক’-এ খোদ সত্যজিতের গলার আওয়াজ, AI দিয়ে বড় চমক সৃজিতের
সৌরভ-দর্শনার এই খুনসুটিতে সামিল হন নেটপাড়াও। একজন কমেন্টে লিখলেন, ‘এসব বিয়ের পর প্রথম প্রথমই ভালো লাগে।’ অপর একজন লিখলেন, ‘কাহানি ঘর ঘর কি’। একজন ট্রোল করার চেষ্টা করেছিলেন। মন্তব্য করেন, ‘দেখা যাক বিয়েটা কদিন টেকে’… আর তাতে বেজায় চটে জনৈক সৌরভ-দর্শনা ভক্ত। জবাবে লেখেন, ‘আপনি নিজেরটা টেকান। ওদেরটা ওদের বুঝে নিয়ে দিন।’