বাংলা নিউজ > বায়োস্কোপ > Pori Moni-Sariful Razz: জলে গেল জড়াজড়ি! জ্বরে গা পুড়ছে পরীমনির, ফের বাড়ি ছেড়ে চলে গেল রাজ

Pori Moni-Sariful Razz: জলে গেল জড়াজড়ি! জ্বরে গা পুড়ছে পরীমনির, ফের বাড়ি ছেড়ে চলে গেল রাজ

ফের বাড়ি ছাড়ল পরীমনির বর। 

দিনকয়েক আগেই রাজ আর পরীমনির আদুরে ছবি দেখে অনেকের মনেই ধারণা হয়েছিল বুঝি বা মিটে গিয়েছে সব সমস্যা। তবে তা বিশ বাঁও জলে। পরীমনির অসুস্থতার মাঝেই বউ-বাচ্চা ফেলে রেখে ফের বাড়ি ছাড়ল রাজ। 

বাংলাদেশের নায়িকা পরীমনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মাসখানেক ধরেই রয়েছেন চর্চায়। স্বামী শরিফল রাজের সঙ্গে তাঁর সম্পর্ক একবারে কোণঠাসা হয়ে পড়েছে। দুজনে বেশ কিছু মাস ধরেই আলাদা থাকছেন। এমনকী, ১০ আগস্ট ছেলে রাজ্যর প্রথম জন্মদিন যখন ধুমধাম করে পালন করলেন পরীমনি, তাতেও আসেননি রাজ। তারপর অবশ্য গত পরশু থেকে ঘুরছে রাজ-পরীমনির একটা ছবি। যেখানে দেখা যাচ্ছে ছেলে কোলে নিয়ে একসঙ্গে কেক কাটছেন। একে অপরকে জড়িয়েও ধরছেন। আর যা দেখে অনেকেরই ধারণা হয় হয়তো সব ঠিক হয়ে গিয়েছে দুজনের মধ্যে। তবে বর্তামানে খবর, জ্বরে কাবু পরীমনি। আর সেই অবস্থাতেই বাড়ি ছেড়েছেন রাজ। 

আসলে ভাইরাল হওয়া সেই ছবিগুলির পিছনে আছে অন্য উপলক্ষ। বাংলাদেশের গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাঁদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদ্‌যাপন করেন। আর সেই কারণেই বসুন্ধরার বাড়ি থেকে পরীমনি সন্তান-সহ সেই চ্যানেলের অফিসে যান। উপস্থিত হন শরিফুল রাজও। সেখানেই দেখা হয় দুজনের। এরপর রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটেন। গভীর রাতে গানবাংলা কার্যালয় থেকে বেরিয়ে পরীর সঙ্গে বসুন্ধরার বাড়িতে ফেরেন রাজও। আরও পড়ুন: 'নিজেকে শুধরে নিতে চাই', বলছেন রাজ! স্বামীকে কাছে পেতেই জড়িয়ে ধরলেন পরীমনি

এরপর রাজ ফোনে বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, ওকে একটু সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’ তবে শুক্রবার থেকে জ্বরে কাবু পরীমনি। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই অবস্থাতেও রাজ বাড়ি ছেড়ে চলে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে সে দেশেরই গণমাধ্যম সূত্রে। তাই সম্পর্ক জোড়া লাগার খবর ভিত্তিহীন বলেই দাবি করা হচ্ছে। আরও পড়ুন: ১৫ লাখ খরচ করে ছেলের ১ বছরের জন্মদিন! টাকা জোগার করতে কোন রাস্তা বাছলেন পরীমনি?

পরীমনির বাড়ি ছাড়েন রাজ ২০ মে। ছেলের দায়িত্ব বউয়ের কাঁধে ফেলে রেখে নিজের সব জিনিস নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এরপর অবশ্য ২৯ মে মধ্যরাতে রাজের কিছু ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অভিযোগের আঙুল ওঠে পরীমনির দিকে। যদিও অভনেত্রীর সাফ জাফ জবাব ছিল, রাজ বাড়িতেই থাকেন না। তাই রাজের ফেসবুক খোলার কোনও সুযোগ তাঁর কাছে নেই ও। 

 

বায়োস্কোপ খবর

Latest News

বালিগঞ্জ ২১পল্লির পুজোয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছেলের ছবি দিয়ে কী বললেন সুদীপা? ‘চোখের সামনে খুনি গর্ভমেন্ট দুর্গাপুজো উৎসবের উদ্বোধনে ব্যস্ত, আর আমরা চুপ কেন?' এই টুকটুকে লাল ফলই নানা রোগের মুশকিল আসান! কিন্তু মেলে বছরে মাত্র দু'মাস রাজ্য সরকারকে দেওয়া হল চূড়ান্ত সময়সীমা, কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বিরাট সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর হাতে খতম অন্তত ৩০ মাওবাদী পুজোর দিনেও বাড়ির আনাচে কানাচে পিঁপড়ের উৎপাত? রেহাই দেবে এই সহজ ঘরোয়া উপায় রান্নাঘরে সিঙ্কের তলায় এসব কেউ জমায়! পুজোয় ঘর সাফাইয়ের গোড়ায় কী কী ফেলে দেবেন ‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.