গদর-২ সাফল্যের মাঝেই এসেছে খারাপ খবর। সানির ছবির গান নিয়ে ভয়ানক অভিযোগ এনেছেন ছবির সঙ্গীত পরিচালক উত্তম সিং। তাঁর অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই সিক্যুয়েলে রাখা হয়েছে তাঁর তৈরি গদর: এক প্রেম কথার দুটি গান। অথচ তাঁকে ডাকাও হয়নি, জানানোও হয়নি। গান দুটি হল ম্য়ায় 'নিকলা গাড্ডি লেকে' আর ‘উড়জা কালে কাওয়া’। ২২ বছর আগে এই গানদুটি প্রথম ছবির জন্য সুর দেন উত্তম সিং। যে দুটি গান গদর-২র জন্য রি-অ্যারেঞ্জ করেছেন সুরকার মিথুন।
এবার সঙ্গীত পরিচালক উত্তম সিং-এর অভিযোগ নিয়ে মুখ খুলেছেন 'গদর'-এর পরিচালক অনিল শর্মা। পরিচালক টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘আমি উত্তমজিকে সব গান শুনেছি। আমি হতবাক যে উনি এখন এমন বক্তব্য রেখেছেন। নিয়ম অনুসারে গানগুলির সত্ত্ব কিন্তু আমাদের নেওয়া আছে। আমার সঙ্গে উত্তমজির সম্পর্ক বেশ ভালো এবং ঘনিষ্ঠ, তাই তিনি যা বলেছেন তা শুনে আমি হতবাক। এখনো বিশ্বাস করতে পারছি না। তবে যখন উনি বলছেন তখন আমি অবশ্যই ওঁর সঙ্গে কথা বলব।’
আরও পড়ুন-ন্যাড়া মাথা লুক হঠাৎই বদলে গেল, 'জওয়ান'-এর গানের টিজারে এক্কেবারে ভিন্ন লুকে শাহরুখ
এদিকে সুরকার উত্তম সিং-এর অভিযোগ প্রসঙ্গে গদর- ২ সঙ্গীত পরিচালক মিথুনও মুখ খুলেছেন। তিনিও অবশ্য পরিচালক অনিল শর্মার সুরেই সুর মিলিয়েছেন। একই সাক্ষাত্কারে মিথুন বলেন, ‘গানগুলির সত্ত্ব প্রযোজনা সংস্থার, তাই পুনরায় ব্যবহারের জন্য আগের সুরকারের অনুমতির প্রয়োজন নেই। তবে আমি তারপরেও নির্মাতাদের আগের সুরকারের সঙ্গে কথা বলতে বলেছিলাম। আমি নিশ্চিত যে তাঁকে যথাযথ কৃতিত্ব দেওয়া হয়েছে। অনিল শর্মাজি আমাকে বলেছিলেন যে তিনি মূল স্রষ্টার সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে আমার কাজ দেখিয়েছেন। আমাকে বলা হয়েছিল যে উত্তমজির সবটা পছন্দই হয়েছে। তাই, আমি বুঝতে পারছি না যে এখন কেন এই ধরনের কথা উঠছে। আমাদের কাছে মৌলিক সঙ্গীতের উত্তরাধিকার যখন রয়েছে তখন আমি তা ব্যবহার করতেই পারি।’
এদিকে গদর-২তে তাঁর সুর করা প্রথম ছবির গান ব্যবহার প্রসঙ্গে ঠিক কী বলেছেন উত্তম সিং?
‘অমর উজালা’কে সাক্ষাত্কারে, উত্তম সিং বলেন, ‘ওঁরা আমাকে গদর 2-এর জন্য ডাকেননি। আমার ফোন করার এবং কাজ চাওয়ার অভ্যাস নেই। ওঁরা সিক্যুয়েলে আমার দুটি গান ব্যবহার করেছেন এবং আমি শুনেছি আমার সুর করা ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করা হয়েছে। ছবিতে আমার গান ব্যবহার করার আগে আমাকে একবার জিজ্ঞাসা করার এবং আমার সঙ্গে কথা বলার শিষ্টাচার ওঁদের থাকা উচিত।’
উত্তম সিং-এর এমন অভিযোগের নিয়েই মুখ খুলেছেন পরিচালক অনিল শর্মা এবং সুরকার মিথুন।