বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: ন্যাড়া মাথা লুক হঠাৎই বদলে গেল, 'জওয়ান'-এর গানের টিজারে এক্কেবারে ভিন্ন লুকে শাহরুখ

Shah Rukh Khan: ন্যাড়া মাথা লুক হঠাৎই বদলে গেল, 'জওয়ান'-এর গানের টিজারে এক্কেবারে ভিন্ন লুকে শাহরুখ

জওয়ান-এর গানের টিজার

শাহরুখ লেখেন, ‘ঠিক আছে বন্ধুরা, এবার ট্রেলার তৈরি করার সময় এসেছে যেহেতু সবাই সেটিই চায়। তবে টি-সিরিজ, অনিরুদ্ধ, অ্যটলি সবাই গান বের করতে চেয়েছিলেন। তাই গানের টিজার দেওয়া হল। এবার ট্রেলারের কাজ করতে হবে। গানটি হল Not রমাইয়া বস্তভাইয়া, আপাতত বিদায়, সবার জন্য ভালোবাসা রইল’।

'জওয়ান'-এর ট্রেলার কবে আসবে? অনুরাগীরের এই প্রশ্নে জেরবার বাদশা শাহরুখ। সকলেই তাঁর ছবির ঝলক দেখতে চান। তবে অনুরাগীদের প্রশ্নে শনিবারই AskSRK সেশনে কিং খান জানিয়েছিলেন, তিনি নিজেও কিছুটা দ্বিধায় রয়েছেন, যে ট্রেলার আগে বের করবেন নাকি গান! তবে একথা জানানোর কিছুক্ষণের মধ্যেই ছবির প্রথম গানের ঝলক শেয়ার করেন কিং খান।

আগে করেছি ছঁইয়া ছঁইয়া, এবার করব তাতা থইয়া', ‘জওয়ান’ এর প্রথম গানের টিজার ভিডিয়োতে এমনটাই বলতে শোনা গেল কিং খান শাহরুখকে। 'জওয়ান'-এর গান ‘রমাইয়া বস্তভাইয়া’-তে আরও একবার রকিং মেজাজে দেখা গেল বাদশাকে। 'জওয়ান'-এর গানের টিজার ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের উদ্দেশ্যে শাহরুখ লেখেন, ‘ঠিক আছে বন্ধুরা, এবার ট্রেলার তৈরি করার সময় এসেছে যেহেতু সবাই সেটিই চায়। তবে টি-সিরিজ, অনিরুদ্ধ, অ্যটলি সবাই গান বের করতে চেয়েছিলেন। তাই গানের টিজার দেওয়া হল। এবার ট্রেলারের কাজ করতে হবে। গানটি হল Not রমাইয়া বস্তভাইয়া, আপাতত বিদায়, সবার জন্য ভালোবাসা রইল’।

আরও পড়ুন-‘আমি নিজের সমস্যই মেটাতে পারছি না, আপনাদের বউদের সমস্যা আমার উপর কেন চাপাচ্ছেন!’ অনুরাগীকে বললেন শাহরুখ

আরও পড়ুন-হেলিকপ্টরে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে পৌঁছলেন অক্ষয়, ব্যাপার কী?

আরও পড়ুন-মাথা ন্যাড়া, মেট্রোয় 'জওয়ান'-এর নাচ, প্রিভিউ দেখে শাহরুখের কাছে নতজানু সুজয় ঘোষ, বাকিরা কী বলছেন?

'জওয়ান'-এর প্রিভিউ ভিডিয়োতে ন্যাড়া মাথা লুকের পর এই গানে এক্কেবারেই ভিন্ন লুকে, ভিন্ন মেজাজে দেখা গেল শাহরুখে। আর টিজার ভিডিয়ো পোস্ট হতেই শাহরুখ অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘সানি দেওল কি বাপ আ রহা হ্যায়।’ কারোর মন্তব্য, ‘কেয়া লগ রহা হ্যায়, বাপরে বাপ’।

এদিকে জানা যাচ্ছে আগামী ৩০ অগস্ট চেন্নাইতে 'জওয়ান'-এর এই গান প্রকাশ অনুষ্ঠানে হাজির থাকবেন শাহরুখ খান। থাকবেন নয়নতারা, বিজয় সেতুপতি, পরিচালক অ্যাটলি, আর সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ। ইতিমধ্যেই 'জওয়ান'-এর গান প্রকাশ অনুষ্ঠান জুড়ে উন্মাদনা তুঙ্গে। 

প্রসঙ্গত, এর আগে 'জওয়ান' প্রিভিউ ভিডিয়োতে ঝড় তুলেছিলেন শাহরুখ। সেখানে কিং খানের ন্যাড়া মাথা লুক এবং মেট্রোর মধ্যে ‘বেকরার করকে হাম’-এ গানে নাচ ইতিমধ্যেই চর্চায় রয়েছে। আর তারই মাঝে গানের টিজারে সামনে এল কিং খানের অন্যরকম লুক। 

 

 

বন্ধ করুন