বক্স অফিসে চলার নামই নিচ্ছে না টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত গণপত। দিন দিন আরও কমছে এই ছবির আয়। মুক্তি পাওয়ার পর ষষ্ঠ দিনে ছবিটি মাত্র ১.১০ কোটি টাকা আয় করেছে। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। ফলে এই ছয়দিনে ছবিটি মোট ১০.৯০ কোটি টাকা আয় করল।
গণপতের বক্স অফিস রিপোর্ট
গণপত মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে তেমন ভাবে কোনও প্রভাবই ফেলতে পারেনি এই ফিউচারিস্টিক ছবি। দিন দিন যেন সেটা আরও খারাপ হচ্ছে। দশেরার সময় সব থেকে কম টিকিট বিক্রি হয়েছে টাইগার শ্রফ এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবিটির। যেদিন মুক্তি পায় সেদিন এটি ২.৫ কোটি টাকা রোজগার করে, শনি রবিবারও ছবিটার হাল একই থাকে। বিশেষ আয় বাড়েনি। সোমবার সেটা কমে হয় ১.৩ কোটি টাকা। মঙ্গলবার ছবিটি ১.৫ কোটি টাকা আয় করে। কিন্তু দিন ঘুরতে না ঘুরতেই আবার কমে যায় সেই আয়। বুধবার এটি ১.১০ কোটি টাকা ঘরে তোলে।
গণপত প্রসঙ্গে
হিরোপান্তির পর আবারও এই ছবির মাধ্যমে টাইগার এবং কৃতি একসঙ্গে স্ক্রিন ভাগ করলেন। বিকাশ বহেল এই ছবিটি লিখেছেন এবং পরিচালনাও করেছেন। ২০০ কোটির বাজেটে বানানো হয়েছিল ছবিটি, কিন্তু একদমই সাড়া ফেলল না দর্শকদের মনে। এই ছবির প্রেক্ষাপট ২০৭০ সাল।
আরও পড়ুন: মুম্বইয়ের মুখোপাধ্যায়দের পুজোতে হাজির অদ্রিজা, রানির সঙ্গে খোশগল্পের পর মাতলেন ধুনুচি নাচে
আরও পড়ুন: পর্নোগ্রাফি কেসে নাম জড়াতেই বিদেশে পালানোর বুদ্ধি দেন শিল্পা! রাজ বলেন, 'জীবন শেষ করে...'
এই ছবিতে অমিতাভ বচ্চন আছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়া অন্যান্য ভূমিকায় গওহর খান, রহমান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরি, প্রমুখ আছেন। ছবির গল্প আবর্তিত হয়েছে গুড্ডু ওরফে গণপতকে ঘিরে। সে সেই সময়কার একটি সিন্ডিকেটের হাত থেকে কী করে সাধারণ মানুষকে বাঁচায় সেটাই দেখায় এই ছবি।