পর্নোগ্রাফি মামলায় নাম জড়ানোর পর আর্থার জেলে মাস দুয়েক কাটান রাজ কুন্দ্রা। এখন যদিও সেসব অতীত। বর্তমানে শিল্পা শেট্টির বর সিনেমায় ডেবিউ করতে চলেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন যখন এই ঘটনাটি ঘটেছিল তখন তিনি সবটা শেষ করে দিতে চেয়েছিলেন। এমনকি তাঁর স্ত্রী তাঁকে বিদেশ চলে যাওয়ার পরামর্শ দেন।
শিল্পাকে নিয়ে কী বললেন রাজ?
নিজের সেই দুঃসময়ের কথা মনে করে রাজ বলেন, 'আমার স্ত্রী আমায় তখন প্রথম বলে তুমি কি বিদেশে থাকতে চাও রাজ? তুমি লন্ডনে জন্মেছ, সেখানে বড় হয়েছ, সেখানকার সব ছেড়ে এখানে এসেছ আমার জন্য, আমি এখানে থাকতে চাই বলে। কিন্তু তুমি যদি চাও আমরা এখানকার সব শেষ করে চলো বিদেশ চলে যাই। আমি তখন ওকে বলি আমি ভারতকে ভালোবাসি আমি কোথাও যাব না। লোকজন বড় বড় অপরাধ করে দেশের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমি কিছু না করেই কেন পালাব?'
আরও পড়ুন: 'একদম লাভ স্টোরি পছন্দ করত না' কুছ কুছ হোতা হ্যায় করতে গিয়ে বিরক্ত হয়েছিলেন শাহরুখ!
আরও পড়ুন: মুক্তির আগেই ডাঙ্কি দেখলেন বোমান ইরানি? শাহরুখের ছবি নিয়ে বললেন, 'হ্যাট্রিক হবে এটাও'
যখন জেলে ছিলেন তখন কি ভাবনা এসেছিল রাজের মাথায়?
পর্নোগ্রাফি মামলায় যখন রাজ জেলে তখন তাঁর পরিবারকে অনেক কিছুই সহ্য করতে হয়। তাঁর কথায়, 'আমি ভিতর ভিতর শেষ হয়ে গেছিলাম। এত অপমান, এত অসম্মান আমি নিতে পারছিলাম না আর। আমার জন্য মিডিয়া আমার স্ত্রী সন্তানদের পিছনে উঠে পড়ে লেগেছিল। ওটা ভীষণ কষ্টদায়ক ছিল। আমি তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম।'
রাজ কুন্দ্রা UT৬৯ ছবি দিয়েই ডেবিউ করতে চলেছেন। ছবিটি আগামী ৩ নভেম্বর মুক্তি পেতে চলেছে।