বাংলা নিউজ > বায়োস্কোপ > Govinda: সুইৎজারল্যান্ডে আটকে ছবির টিম, ৩ দিন ধরে গোবিন্দার দেখা নেই! অভিযোগ হিরো নম্বর ওয়ান-এর প্রযোজকের

Govinda: সুইৎজারল্যান্ডে আটকে ছবির টিম, ৩ দিন ধরে গোবিন্দার দেখা নেই! অভিযোগ হিরো নম্বর ওয়ান-এর প্রযোজকের

হিরো নম্বর ১এ- গোবিন্দা-করিশ্মা

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা প্রযোজক বাসু ভগনানি অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। বাসুর অভিযোগ, ১৯৯৭ সালের ‘হিরো নম্বর ওয়ান’ ছবির শুটিং নাকি গোবিন্দার কারণেই তিনদিন বন্ধ ছিল। সুইৎজারল্যান্ডে পৌঁছে আটকে ছিল ছবির গোটা টিম।

সম্প্রতি, অক্ষয়-টাইগারের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’র দৌলতে ফের একবার আলোচনায় উঠে এসেছে পুরনো ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। যেটি কিনা ১৯৯৮ সালে গোবিন্দার হিট ছবিগুলি মধ্যে ছিল অন্যতম। ৯০-এর দশকের অন্যতম চর্চিত নাম ছিলেন গোবিন্দা। একটা সময় একের পর এক হিট ছবি দিয়েছেন বলিউডের এই সুপারস্টার। তাঁর হিট ছবি গুলির মধ্যে অন্যতম হল ‘হিরো নম্বর ওয়ান’। ঘটনাচক্রে এই তিনটি ছবিরই প্রযোজক ছিলেন বাসু ভগনানি। সম্প্রতি, গোবিন্দাকে নিয়ে মুখ খুলেছেন সেই প্রযোজক বাসু।

ঠিক কী বলেছেন প্রযোজক বাসু ভগনানি?

বসুর অভিযোগ, সুইৎজারল্যান্ডে ‘হিরো নম্বর ওয়ান’ (১৯৯৭)এর শ্যুটিংয়ের সময় শ্য়ুটিং সেট থেকে তিনদিনের জন্য উধাও হয়ে গিয়েছিলেন গোবিন্দা। শেষপর্যন্ত তিনি ফিরেছিলেন ঠিকই তখন ১ দিনের মধ্যেই ছবির বেশিরভাগ কাজ শেষ করে ফেলেছিলেন। এদিকে বাসু ভগনানির মন্তব্যের জবাবও দিয়েছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা।

কী উত্তর দিয়েছেন গোবিন্দার ম্যানেজার?

বাসুর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে শশী বলেন, ‘এমন কোনও ঘটনার কথা আমার মনে পড়ছে না। আর এখন ওসব বলার কোনও মানে হয় না। সেসময় গোবিন্দার ছবির শুটিংয়ের মধ্যস্থতার দায়িত্ব আমারই ছিল। শ্যুটিংয়ে দিনের বেলায় ২-৩ ঘণ্টা দেরি হলেও সেটা নিশ্চয়ই শারীরিক কারণে বা বিমানযাত্রায় বিলম্বের কারণেই ঘটে থাকবে। এমনকি বাসু ভগনানিজিও খুব ভালো করেই জানেন যে গোবিন্দাজি দেরি করলেও তিনি সময়মতো নিজের কাজ শেষ করেছিলেন।’

শশী আরও বলেন, ‘আমরা সবাই বাসু স্যারকে অনেক সম্মান করি। শুরুর দিনগুলোতে আমরা তার সঙ্গে অনেক কাজ করেছি। আমি এত বছর ধরে অভিনেতা এবং প্রযোজকের মধ্যে একটা মধ্যস্থতাকারী ব্যক্তি ছিলাম। এত বছর পর ওঁর এখন এসব কথা বলার কোনও মানে হয় না। ওঁর যদি কোনো সমস্যা থাকে, আমরা ওঁর সঙ্গে বসে তা নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’

গোবিন্দাকে নিয়ে ঠিক কী বক্তব্য বাসুর?

সাম্প্রতিক সাক্ষাৎকার বসু বলেছিলেন, ‘লোকেরা গোবিন্দা সম্পর্কে যা কিছু বলতে পারে, তবে ওঁর সঙ্গে আমার দুর্দান্ত ট্র্যাক রেকর্ড রয়েছে। উনি আমার সঙ্গে খুব সুন্দর ভাবেই কাজ করেছেন। কখনো ২ ঘণ্টা দেরি করে কাজে এলেও বা ১ ঘণ্টা আগেই সব কাজ শেষ করে ফেলতেন।’

সেই কথা প্রসঙ্গেই বাসু ভগনানি ডেভিড ধাওয়ান পরিচালিত ‘হিরো নম্বর ওয়ানের’ শ্যুটিংয়ের পুরনো একটা ঘটনার কথাও স্মরণ করেন। বাসু বলেন, গোবিন্দা সুইৎজারল্যান্ডে না পৌঁছনোর কারণে ৭৫ জনের গোটা ইউনিট তিনদিন ধরে সুইজারল্যান্ডে আটকে ছিল। তিনদিন অপেক্ষা করার পর বাসু গোবিন্দকে ফোন করেন।

পুরনো কথা মনে করে বাসু বলেন, ‘আমি গোবিন্দাকে ডেকে বলেছিলাম, আপনি যদি না আসেন তাহলে আমরা দেশে ফিরে আসব। গোবিন্দা কিছুটা বিরক্ত হয়ে বললেন, তিনি আসছেন। ভোর ৬টায় সুইৎজারল্যান্ডে পৌঁছলেন। আমিই ওঁকে বিমানবন্দরে নিতে গিয়েছিলাম। তিনি ভ্যানে বসেছিলেন। আমরা ১০-১৫ মিনিটের জন্য একে অপরের সঙ্গে কথা বলিনি। তারপর বললেন, তিনি শেভ (দাড়ি কামানো) করতে চান। তখন আমি ভাবলাম সকাল ৬ টায় শেভ করার জায়গা কোথায় পাব। তখন আমি গোবিন্দাকে একটা পেট্রোল পাম্পে নিয়ে গেলাম। সেখানে ১ ইউরো বা কিছু কমবেশি খরচে একটা বেসিক রেজার পেয়েছিলাম। সেখানকার বাথরুমে গিয়ে গোবিন্দা তাড়াতাড়ি শেভ করে ফেললেন।’

বাসু বলেন, ‘গোবিন্দা সকাল সাড়ে ৭টায় প্রথম শট দেন। সেটা ছিল ছবির এক নম্বর গান। একদিনেই ৭০ শতাংশ গানের শ্যুট শেষ করে ফেলেন তিনি। তিন দিন না থাকলেও একদিনেই ৭০ শতাংশ কাজ শেষ করে নেন। এটাই প্রশংসার যোগ্য।’

প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকার রবিনা ট্যান্ডনও বলেন, গোবিন্দা শ্যুটিংয়ে এতটাই দেরিতে আসতেন, যে তাঁর একদফা ঘুম হয়ে যেত। তবে দেরিতে এলেও সময়েই কাজ শেষ করে ফেলতেন গোবিন্দা।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

সঞ্জয়ই দোষী? ১৬২ দিনে রায় আরজি কর মামলায়, নির্ভয়া কাণ্ডে কবে ফাঁসির সাজা ঘোষণা? এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে সোজা সন্ন্যাস, মহাকুম্ভের 'IIT বাবা'র জীবনদর্শন জানেন কীভাবে DA বাড়তে পারে বাজেটে? 'উপায়' বললেন রাজ্য সরকারি কর্মীদের নেতা, কাজ হবে? ভারতের মহিলা দল বাংলাদেশকে, পুরুষরা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে উঠল ৮০-তে পা দিতেই জাভেদ আখতারের সঙ্গে জমিয়ে ঠুমকা! বার্থডে বয়কে চুমু ফারাহর টোপ.. ক্যামেরা..ড্রোন দিয়ে শুক্রেও অধরা পুরুলিয়ার বাঘ!দেখা মিলল শুধু পায়ের ছাপের বাড়িতে তল্লাশির পর এবার আসফাকুল্লা নাইয়াকে তলব পুলিশের শুক্র ও রাহুর যুতিতে জানুয়ারি থেকেই সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির, লাকি কারা? শনিতে কলকাতা-সহ শহরতলির ১৮ জায়গায় বন্ধ থাকবে জল! কতক্ষণ ও কোথায়? রইল পুরো তালিকা টলিউডের পর নতুন ইনিংস শুরু অনন্যার? মাধবন, ফাতিমার হাত ধরে বলিউড ডেবিউ সারছেন?

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.