বলিউড সিনেমা ‘গল্লি বয়’ হিট করার অনব্যতম কারণ ছিল সিনেমার র্যাপ মিউজিক। সাথে গল্লি বয়ের হাত ধরেই র্যাপ তুমুল জনপ্রিয়তা পায়। তবে সোমবার এল দুসংবাদ। জানা গেল প্রয়াত ‘গল্লি বয়’খ্যাত MC Tod For ওরফে ধর্মেশ পারমার। আকষ্মিক এই খবর মেলায় বেশ চমকে উঠেছে নেটিজেনরা।
মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন MC Tod For। তিনি ‘স্বদেশী’ ব্যান্ডে গান গাইতেন। পাশাপাশি তাঁর গুজরাটি ভাষায় র্যাপ করার স্টাইল তাঁকে আরও জনপ্রিয় ও সবার থেকে আলাদা করেছিল। তাঁর ব্যান্ডের অফিসিয়াল পেজ থেকেই তাঁর মৃত্যুর খবর শেয়ার করা হয়। যদিও ধর্মেশের মৃত্যুর খবর অজানা।
তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদীরা। রণবীর ছবি শেয়ার করে দিয়েছেন ভাঙা হৃদয়ের ইমোজি। আর সিদ্ধান্ত লিখেছেন, ‘যেখানে থাকো শান্তিতে থেকো ভাই’।

‘স্বদেশী’র পক্ষ থেকে ধর্মেশের লাইভ পারফরমেন্সের একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যা স্বদেশী মেলার ঝলক। গত ১৯ মার্চ ব্যান্ড আয়োজিত ওই মেলায় এই গানটি গেয়েছিলেন MC Tod For। তিন দিনের মধ্যে সব শেষ। ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, লাইভ পারফর্ম করার সুযোগ পেলেই একটা আলাদা উদ্দীপনা কাজ করত। গানের জন্য পাগল ছিলেন এই র্যাপার।
এখনও পর্যন্ত ধর্মেশের মৃত্যুর কারণ সামনে আনা হয়নি। সোমবার দুপুর ২টো নাগাদ দাদারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মনে করা হয়েছে এই মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। যার তদন্ত করছে পুলিশ।