বাংলা নিউজ > বায়োস্কোপ > Ibrahim-Palak: এক ছাদের তলায় পার্টি করলেন ইব্রাহিম-পলক! তুমুল ভাইরাল ছবি

Ibrahim-Palak: এক ছাদের তলায় পার্টি করলেন ইব্রাহিম-পলক! তুমুল ভাইরাল ছবি

করণ মেহেতার জন্মদিন পার্টিতে প্রবেশের মুখে ইব্রাহিম-পলক

Ibrahim Ali Khan-Palak Tiwari: পেশাগত জীবনের চেয়ে বেশি চর্চায় থাকে পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের ব্যক্তিগত জীবন। এই দুই স্টার কিডকে নিয়ে চলছে জোড় চর্চা। মাস কয়েক আগেও এক রেস্তোরাঁ থেকে বেরোতে গিয়ে লেন্সবন্দি হন দুজনে। ফের একবার করণ মেহেতার জন্মদিন পার্টিতে প্রবেশের মুখে লেন্সবন্দি চর্চিত জুটি।

সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারি। সদ্য বলিউডে অভিনেত্রী হিসাবে অভিষেক হয়েছে তাঁর। অন্য়দিকে, সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খানের বলিউডে পা রাখাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। বলিউডে কান পাতলে গুঞ্জন, সইফ আলি খানের ছেলে ইব্রাহিমের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন পলক।

পেশাগত জীবনের চেয়ে বেশি চর্চায় থাকে পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের ব্যক্তিগত জীবন। এই দুই স্টার কিডকে নিয়ে চলছে জোড় চর্চা। মাস কয়েক আগেও এক রেস্তোরাঁ থেকে বেরোতে গিয়ে লেন্সবন্দি হন দুজনে। ফের একবার করণ মেহেতার জন্মদিন পার্টিতে প্রবেশের মুখে লেন্সবন্দি চর্চিত জুটি। আরও পড়ুন: জাহ্নবী, সারা থেকে সুহানা, এই জেন জেড অভিনেত্রীরা কোন কলেজে পড়েছে জানেন

পরনে কালো ছোট্ট পোশাক, খোলা চুল, ছোট্ট ব্যাগ কাঁধে ঝুলিয়ে পার্টিতে প্রবেশ করছেন পলক। কিছু সময় পর সেখানে হাজির হন ইব্রাহিম। কালো শার্ট ও ডেনিম পরে হাজির হন তিনি। ঢোকার সময় পাপারাৎজির জন্য পোজও দেন। দুজনকে একসঙ্গে পার্টিতে প্রবেশ করতে দেখে নেটিজেনের প্রশ্ন, তবে কি সত্যিই প্রেম করছেন তাঁরা। পাপারাৎজ্জির শেয়ার করা ভিডিয়োতে লেখা, ‘কিউট কাপল’।

বেশ অনেকদিন ধরেই খবরের শিরোনামে ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারির ঘনিষ্ঠতা। তাঁরা কি একে অপরকে ডেট করছেন? তা নিয়েই জল্পনা তুঙ্গে। বুধবার ফের একইসঙ্গে পার্টি করতে দেখা গেল এই দুই স্টার কিডকে। এদিকে পর্দার নেপথ্যে কেরিয়ার শুরু করছেন সইফ আলি খান পুত্র ইব্রাহিম। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, মাস কয়েক আগেই এক রেস্তোরাঁ থেকে বেরোতে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন পলক ও ইব্রাহিম। পলকের বয়স ২১ বছর। ইব্রাহিম ২০ বছর। রেস্তোরাঁ থেকে বেরিয়ে পাপারাৎজির উদ্দেশে হাত নাড়েন সইফ পুত্র। অন্যদিকে শ্বেতা কন্যাকে গাড়ির ভিতর বসে পাপারাৎজির ক্যামেরার ক্লিক থেকে মুখ লোকাতে দেখা গিয়েছে। সেই থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছে।

ইব্রাহিমের সঙ্গে প্রেমের চর্চা নিয়ে পলকের সাফ জবাব ছিল, ‘আমি যে পেশায় রয়েছি, তাতে এ রকম হতেই থাকে। আমি এগুলিতে এত কান দিই না। সে দিন ওখানে আমরা বন্ধুদের একটা গোটা দল ছিলাম। আমি আর ইব্রাহিম একে অপরের খুব ভালো বন্ধু'।

বন্ধ করুন