জানুয়ারির শুরু থেকেই বলিউড জমজমাট ছিল আমির খান-কন্যা আইরা খানের বিয়ে নিয়ে। দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখরের গলাতেই মালা দিয়েছিলেন তিনি। প্রথম চুমু খাওয়ার দিন, অর্থাৎ ৩ জানুয়ারিতেই নুপূরের সঙ্গে আইরার আইনি বিয়েটা হয়। এরপর ঘটা করে অনুষ্ঠান হয় রাজস্থানে। এরপর মুম্বইতে ফিরে একটি রিসেপশন পার্টিও থ্রো করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
আমির খান ও রীনা দত্তের একমাত্র মেয়ে আইরা। তবে অভিনেতা-কন্যার বিয়েতে হাজির ছিলেন আমিরের দুই পক্ষই। মা হিসেবে রীনা তো ছিলেনই পাশেপাশে, সঙ্গে দেখা গেল আমির খানের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকেও। ছেলে আজাদ রায় খানকে নিয়েই সৎ মেয়ের বিয়েতে সামিল হয়েছিলেন কিরণ।
১০ তারিখ উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে রাজকীয়ভাবে খ্রিস্টান মতে বিয়ে করেন আইরা। তাঁর ইনস্টাগ্রাম ফিডে উদয়পুরে অনুষ্ঠিত ককটেল রাতের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আমিরের মেয়ে। তবে যার মধ্যে বিশেষ করে যেটি নজর কাড়ল, সেটা হল একটি কোলাজ। সেটি বানানো হয়েছে রীনা দত্ত আর কিরণ রাও-এর ছবি নিয়ে। আর সেই কোলাজের উপরে লেখা রয়েছে, ‘ইউ আর অসাম’। এরপর নীচের দিক করে লিখলেন, ‘সেরা উপহার… ইরা খানের নিজস্ব স্টাইলের পেইন্টিং’।

আইরা খানের ইনস্টাগ্রাম স্টোরি।
ইনস্টা স্টোরির পাশাপাশি ফিডেও ককটেল পার্টির ছবি শেয়ার করে নিয়েছেন আইরা। প্রথম ছবিতে তিনি ও নুপূর। এই অনুষ্ঠানের জন্য আমির-কন্য়া বেছে নিয়েছিলেন কালো অফ শোল্ডার গাউন। আর পাশে থাকা আমিরের জামাইয়ের গায়ে একই রঙের স্যুট। পরের ছবিটি পুরো খান পরিবারের।
ইরার পাশে রীনা। আরেক পাশে সৎ ভাই আজাদ। আর তার পাশে আমির। রীনার পাশে দাঁড়িয়ে কিরণ। সকলেই উল্লাসে হাত উপরে তুলেছেন। হ্যাপি গো লাকি ফ্রেম ক্যামেরায়। পরের ছবিতে খানপরিবারের সঙ্গে সামিল নুপূর ও তাঁর মা। আজাদের সঙ্গেও েকটি ছবি শেয়ার করেছেন ইরা। পরের ছবিগুলি বিয়েতে আগত নিমন্ত্রিত অতিথি, যারা খুবই ঘনিষ্ট বর ও কনের পরিবারের।
১৯৮৬ সালে আমির বিয়ে করেন রীনাকে। তবে ২০০২ সালে বিচ্ছেদ হয় দুজনের। ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণকে। তবে রীনার সঙ্গে বিয়ে ভাঙলেও, যোগাযোগ বন্ধ হয়নি। বরং, ডিভোর্সের পরেও কীভাবে একে-অপরকে আগলে, বন্ধুত্ব-পূর্ণ সম্পর্ক রাখা যায়, তা প্রমাণ করেছেন দু পক্ষই।
যদিও সকলকে বিষ্মিত করেছিলন কিরণের সঙ্গে আমিরের বিচ্ছেদ। লাল সিং চাড্ডা ছবি মুক্তির আগেই হঠাৎ করে, দুজনে যৌথভাবে ডিভোর্সের ঘোষণা করেন। আমিরের এই সিনেমার প্রযোজক ছিলেন কিরণ। ডিভোর্সের পরেও কাঁধে কাঁধ মিলিয়ে ছবি মুক্তি দেন প্রাক্তন জুটি। এরপর ফতিমা সানা শেখের সঙ্গে নাম জোড়ে আমিরের। এমনকী, আইরা আর নুপূরের বিয়েতেও এসেছিলেন ফতিমা। তবে হঠাৎ করেই, বিয়েতে অনুপস্থিত এই বলি নায়িকা। যা দেখে অনেকেরই গুঞ্জন আমিরের সঙ্গে ‘প্রেমটা’ বুঝি বা আর নেই!