অসুস্থ জয়া বচ্চনের মা, Big B অমিতাভ বচ্চনের শাশুড়িমা ইন্দিরা ভাদুড়ি। বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় যে ইন্দিরা ভাদুড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি রয়েছেন ইন্দিরা ভাদুড়ি।
জানা যাচ্ছে, ইন্দিরা ভাদুড়ির বয়স এখন প্রায় ৯৩ বছর। হার্টের সমস্যায় ভুগছেন তিনি। শীঘ্রই তাঁর অস্ত্রোপচারও করার কথা রয়েছে। তাঁর পেসমেকার সার্জারি হবে বলে খবর। সাধারণত হার্টের, হৃদস্পন্দনের সমস্যা থাকলে পেসমেকার বসানোর প্রয়োজন পড়ে। জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়িরও এই ধরনেরই কিছু সমস্যা তৈরি হয়েছে। যদিও তাঁর অস্ত্রোপচার ঠিক কবে রয়েছে সেবিষয়টি এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন-সম্পত্তি নিয়ে বচসা, রাগের মাথায় গুলি চালিয়ে বসেন, খুনের দায়ে গ্রেফতার 'মহাভারত' অভিনেতা
আপরও পড়ুন-প্রশ্ন করার আগে মনে রাখবেন আপনি আমার বাবার....KBC-র মঞ্চে Big B-কে সুহানার গুগলি
এদিকে সাম্প্রতিক সময়ে নানান কারণে পেজ থ্রির খবরে উঠে এসেছে বচ্চন পরিবার। সম্প্রতি জয়ার পরিবারের সঙ্গে তাঁর বউমা ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের অবনতি হয়েছে বলে শোনা গিয়েছিল। তবে আবার সেই গুঞ্জন উড়িয়ে অমিতাভের নাতি অগস্ত্য নন্দার ছবি 'দ্য আর্চিস'-এর প্রিমিয়ারে হাজির ছিল গোটা বচ্চন পরিবার। ছিলেন ঐশ্বর্য রাই বচ্চনও। প্রসঙ্গত, জয়া বচ্চনকে শেষবার দেখা গিয়েছে 'রকি অউরি রানি কি প্রেম কাহানি' ছবিতে রণবীর সিংয়ের ঠাকুমার ভূমিকায়।
জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস'-এর হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন অগস্ত্য নন্দা। ছবিটি মুক্তি পাচ্ছে OTT প্ল্যার্টফর্মে। এই ছবির হাত ধরেই ডেবিউ করছেন শাহরুখ কন্যা সুহানা খান। রয়েছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুরও। এখন দেখার সিনেমার দুনিয়ায় কতটা সাফল্য পান অমিতাভের নাতি অগস্ত্য।