নামটা ইমন চক্রবর্তী। সঙ্গীতের দুনিয়ার এই নামের সঙ্গে নতুন করে আলাপ করানোর কিছু নেই। ইমনের গান নিয়ে চর্চা তো হয়ই, আলোচনা চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। প্রেম নিয়েও বহুবার আলোচনায় উঠে এসেছেন গায়িকা। একসময় বয়সে ছোট গায়ক শোভনের সঙ্গে ইমনের প্রেম ছিল চর্চায়। যদিও বছর দু'য়েক হল সুরকার নীলঞ্জন ঘোষকে বিয়ে করে সংসার করছেন ইমন চক্রবর্তী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী নীলঞ্জন ঘোষের সামনে বসেই আগের একাধিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ইমন। একাধিক সম্পর্কে জড়িয়েও কেন শেষপর্যন্ত নীলাঞ্জনকে বিয়ে করলেন সে নিয়েও কথা বলেছেন ইমন।
ইমন ও নীলাঞ্জন সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সংবাদমাধ্যম চ্যানেল আই-কে। সম্প্রতি সেদেশেই গিয়েছিলেন তাঁরা। ইমনকে প্রশ্ন করা হয়, নীলাঞ্জন ঘোষ তাঁকে কীভাবে ইমপ্রেস করেছিলেন? উত্তরে ইমন বলেন, ‘প্রথমদিন আমার কিন্তু ওকে একটা ভীষণ অসহ্য একটা মানুষ মনে হয়েছিল। ডেটে গিয়েও কি কেউ এভাবে গান নিয়ে আলোচনা করে। আমি প্রথমে রিজেক্ট করে দিয়েছিলাম। পরে অবশ্য আমার তরফেই বিয়ের প্রস্তাব গিয়েছিল।’
তবে সত্যিই কি চুপ ছিলেন নীলাঞ্জন ঘোষ? এপ্রসঙ্গে নীলাঞ্জন বলেন, ‘কফি খেতে গিয়েছিলাম, তবে দেখেছেন তো কীভাবে কথা না বলেও নিজের জীবনটাকে বদলে ফেলা যায়।’ ইমন-নীলাঞ্জন জানান, ওস্তাদ জাকির হোসেনকে নিয়েই নাকি তাঁদের কথা বলা শুরু হয়। নীলাঞ্জন ঘোষ জানান, ‘টানা জাকির হোসেনকে নিয়ে কথা বলেই আমরা প্রথমদিন কাটিয়ে দিই। উনি যে মাপের শিল্পী, সেই গুন কিছুটা পেলেও ধন্য হয়ে যাব বৈকি।’
তবে নীলাঞ্জন ঘোষের প্রেমে পড়া, তাঁকে বিয়ে নিয়ে ইমন বলেন, ‘আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি জানেন তো। হয়ত সে তার দিক থেকে ভীষণ ভালো, আমিও আমার দিক থেকে ভালো। তবে বুঝেছি এই তালাটা, এই চাবিটার জন্য নয়। (নীলাঞ্জনকে দেখিয়ে) এই তালাটা এই চাবিটার জন্য। আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে। এটা উপর থেকে হয়ে এসেছে। কে কাকে পেয়েছে গুরুত্বপূর্ণ নয়। আমরা একে অপরকে পেয়েছি, একসঙ্গে জীবন কাটাচ্ছি। ভগবানের আশীর্বাদে আগামিদিনেও কাটাব। এটাই আসল বিষয়। ’