জমে উঠেছে কৌন বনেগা ক্রোড়পতির (KBC-15) সিজন-১৫। আর এবার এই শোয়ের আগামী এপিসোডে অমিতাভ বচ্চনের সামনে Hot Seat-এ দেখা যাবে 'দ্য আর্চিস' তারকাদের। থাকবেন সুহানা খান, অগস্ত্য নন্দা, বেদাং রায়না, খুশি কাপুর, মিহির আহুজা আর পরিচালক জোয়া আখতার। তবে হ্যাঁ এই তারকাদের মধ্যে অবশ্যই আকর্ষণের যিনি কেন্দ্রবিন্দু তিনি হলেন সুহানা খান।
সুহানাকে Big B অমিতাভ বচ্চন প্রশ্ন করেন, ‘সুহানাজি, আপনার পরিবার যখন শুনল আপনি KBC-তে আসছেন, তখন শাহরুখ সাহাব কি আমার সম্পর্কে আপনাকে কিছু বলেছেন?’ উত্তরে সুহানা বলেন, ‘আমি শুধু আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি বহু ছবিতে ওঁর (শাহরুখের) বাবার চরিত্রে অভিনয় করেছেন। তাই আমাকে একটু অনুগ্রহ করে সহজ প্রশ্ন করবেন।’
আরও পড়ুন-প্রভাসের সঙ্গে বক্স অফিসে সরাসরি সংঘর্ষ! 'ডাঙ্কি' নিয়ে বড় সিদ্ধান্ত শাহরুখের
আরও পড়ুন-রণবীরের Animal যেন তুফান মেল, ভাঙল ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড, পারবে কি 'সঞ্জু'কে হারাতে?
আরও পড়ুন-পা টলমল, জুহুর রাস্তার মাঝে বেসামাল, আরেকটু হলেই অটোতে খেতেন ধাক্কা! কী বলছেন সানি দেওল?
প্রসঙ্গত, KBC 15তে শাহরুখই হলেন সবথেকে আলোচিত তারকা। সাম্প্রতিক বেশকিছু পর্বে বহু শাহরুখ ভক্ত BIG Bর সামনে হাজির হয়েছেন, এমনকি অমিতাভকে তাঁরা কিং খানকে নিয়ে বহু প্রশ্নও করেছেন।
এর আগের পর্বে সোনাল নামে এক প্রতিযোগী এসে Big B-কে বলেন, তিনি নাকি শাহরুখের ‘জওয়ান’ দু'বার দেখে ফেলেছেন। সোনাল বলেন, শাহরুখের চোখ, আর সেই আইকনিক পোজ তাঁকে আকর্ষণ করে। এমন কথায় অমিতাভ তাঁকে মজা করে বলেন, ‘আপনার কী ইচ্ছে হয়, ছুটে গিয়ে শাহরুখের বাহুডোরে নিজেকে ডুবিয়ে দিতে?’ উত্তরে সোনালও মজা করে উত্তর দেন, ‘কুছ কুছ হোতা হ্যায় অমিতজি, আপ নেহি সামঝোগে।’
এর আগে আলোলিকা নামে এক প্রতিযোগীকেও অমিতাভ বলেছিলেন, ‘আপনার হাসিই বলে দিচ্ছে যে আপনি শাহরুখের ফ্যান।’ উত্তরে সম্মতি জানিয়েছিলেন আলোলিকা। অমিতাভ তখন প্রশ্ন করেন তাহলে তাহলে শুধু শাহরুখের ছবিই দেখেন? তখন আলোলিকা বলেন, 'আপনার এবং শাহরুখের দুজনের ছবিই দেখি। যেমন কভি খুশি কভি গম'। অমিতাভ একথায় বলেন, ‘আমি জানি, শাহরুখের জন্যই আপনি এই ছবি দেখেছি। আমি তো ছবিতে পিছনেই পড়েছিলাম।’
এরপরই Big B-কে আলোলিকা প্রশ্ন করে বসেন, ‘স্যার শাহরুখকে তো আপনি ব্যক্তিগতভাবে জানেন, উনি কি ব্যক্তিগত জীবনেও এতটাই রোম্যান্টিক?’ উত্তরে অমিতাভ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জানি বলেই তো ওকে জিগ্গেস করতে পারি না যে শাহরুখ সবকিছু কেমন চলছে? আজকাল রোম্যান্স কেমন চলছে? এসব কি আমি জিগ্গেস করতে পারি?’