২০২৩-এর ২৯ জুন অভিনেত্রী নবনীতা দাস সকলকে চমকে দিয়ে ডিভোর্সের ঘোষণা করেছিলেন জিতু কমলের সঙ্গে। চার বছরের সম্পর্কে হঠাৎ ছেদ যেন প্রথমটায় বিশ্বাসই করতে পারেননি কেউ। তার আগের বছরও ইস্মার্ট জোড়ি রিয়েলিটি শো-তে রীতিমতো মাখোমাখো ভালোবাসা ছিল দুজনের। মাসখানেকের ব্যবধানে কী হল, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এরপর একাধিকবার নবনীতার সামাজিক মাধ্যমে এসেছে জিতুর ছবি। যা দেখে অনেকের ধারণা হয়, বুঝি বা সেপারেশন পিরিয়ডই মিলিয়ে দিয়েছে তাঁদের। আবার এক হয়েছেন। তবে এরপর জানা যায়, গত বছর নভেম্বরেই অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে।
মঙ্গলবার একটি পোস্ট করে, নিজের প্রথম ভালোবাসার সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দিলেন জিতু। অভিনেতা হিসেবে এমনিতেও তিনি অতুলনীয়। তবে পছন্দের নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তো থাকবেই ভক্তমনে! অনেকেই জানতে চান, নবনীতার সঙ্গে সম্পর্ক ছেদের পর কাকে মন দিয়েছেন অভিনেতা। আদৌ কি জড়িয়েছেন নতুন সম্পর্কে। সেখানে প্রথম প্রেমের ক্যাপশন দেখে প্রশ্ন উঠছে, তাহলে কি নবনীতার আগেও কেউ এসেছিল জিতুর জীবনে?
আরও পড়ুন: ফুটবল মাঠে ভারতের দাপুটে জয়, ময়দানের ফাইনাল ট্রেলার এল অজয় দেবগনের জন্মদিনে
আসলে জিতুর জীবনের প্রথম ভালোবাসা তাঁর অভিনয়ই। ডাবিংয়ের সময়ে তোলা কিছু ছবি শেয়ার করে নিলেন সামাজিক মাধ্যমে। ক্যাপশন বুঝিয়ে দিল, চলছে অরণ্যের প্রাচীন প্রবাদের পোস্ট প্রোডাকশনের কাজ। চেক শার্ট, মাথায় সাদা টুপি। সারাদিন কাজ করে একটা ফোটোতে তো রীতিমতো হাই তুলতে দেখা গেল তাঁকে। ক্যাপশনে লিখলেন, ‘প্রথম প্রেমের সাথে সারাদিন’।
আরও পড়ুন: ‘নিজে থেকে এগোতে…’, একবার ডিভোর্স, ২৫ বছরের ছোট পৃথাকে ২য় বিয়ে, কী বলছেন সুদীপ
আরও পড়ুন: এই বিকিনি সুন্দরীই নাকি আরিয়ান খানের প্রেমিকা! হবু শাশুড়ির জন্য উপহারও দিচ্ছে শাহরুখ-পুত্র
নবনীতার সঙ্গে ডিভোর্স হলেও, প্রাক্তন স্ত্রীর নামে একটি কথাও বলেননি জিতু। মিডিয়ার তরফে প্রশ্ন উঠলেও সাফ জানিয়েছেন, ‘আমি নবনীতার বিষয় এতদিন কিছু বলিনি, বলতে চাইও না। বার বার প্রশ্ন করলেও আমি একই কথা বলব।’ তবে নবনীতা কিন্তু সম্প্রতিই প্রাক্তনের নামে এনেছেন বিস্ফোরক দাবি। জানিয়েছেন, তাঁর স্ত্রী ধন, কিছু গয়না রয়ে গিয়েছে জিতুর কাছে। সংবাদমাধ্যমকে নবনীতা জানান, ‘আমার বিয়ের গয়নাও ওর কাছেই আছে। ডিভোর্সের আগে জিতু বলত সব দিয়ে দেব। কিন্তু এখনও পর্যন্ত আমি আমার গয়না ফেরত পাইনি।’