বাংলা নিউজ > বায়োস্কোপ > Sudip-Pritha: ‘নিজে থেকে এগোতে…’, একবার ডিভোর্স, ২৫ বছরের ছোট পৃথাকে ২য় বিয়ে, কী বলছেন সুদীপ

Sudip-Pritha: ‘নিজে থেকে এগোতে…’, একবার ডিভোর্স, ২৫ বছরের ছোট পৃথাকে ২য় বিয়ে, কী বলছেন সুদীপ

২৫ বছরের ছোট স্ত্রী পৃথার সঙ্গে সম্পর্কের রসায়ন খোলসা করলেন সুদীপ।

 বয়স যে প্রেম বা বিয়েতে ছাপ ফেলতে পারে না, তাঁর প্রমাণ সুদীপ আর পৃথা। একে-অপরের সঙ্গে কাটিয়ে ফেলেছেন আটটা বছর। একসঙ্গে দুই পুত্র সন্তানও হয়েছে তাঁদের। 

স্বামী-স্ত্রীর বয়সের ব্যাবধান বর্তমান সময়ে অনেকের কাছেই কটাক্ষ করার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগে বয়সে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করায় কতই না কথা হল অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে। একটু বেশি বয়সে বিয়ে করায়, মাঝেমাঝেই সমালোচনায় চলে আসেন দীপঙ্কর দে আর দোলন রায়। এই তালিকায় আরও একটা নাম আসে। তিনি হলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। পর্দার খলনায়ক তিনি। বিভৎস শয়তানি করে যে কারও কপালে ভাঁজ ফেলতে পারেন। তবে বাস্তবে কিন্তু বেশ রোম্যান্টিক। যার ছাপ থাকে তাঁর ও দ্বিতীয় স্ত্রী পৃথা চক্রবর্তীর ইনস্টাগ্রাম প্রোফাইলে।

ভালোবেসে একে-অপরের হাত ধরেছেন। টেলিভিশনের পর্দায় আদর্শ স্বামী না হলেও বাস্তবে 'পত্নীনিষ্ঠ ভদ্রলোক' সুদীপ মুখোপাধ্যায়। তবে সুদীপ-পৃথার বয়সের ফারাক প্রায় ২৫ বছরের। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন অভিনেতা। জানান, বয়স তাঁর কাছে শুধুই একটা সংখ্যা। সম্পর্কে কোনও ছাপ ফেলতে পারে না। প্রসঙ্গত, সুদীপের প্রথম স্ত্রী দামিনী বেনি বসুর সঙ্গে তাঁর বয়সের ফারাক ছিল ১৪ বছরের।

আরও পড়ুন: এই বিকিনি সুন্দরীই নাকি আরিয়ান খানের প্রেমিকা! হবু শাশুড়ির জন্য উপহারও দিচ্ছে শাহরুখ-পুত্র

সুদীপ টিভিনাইনকে পৃথার সঙ্গে ইক্যুয়েশন নিয়ে জানান, ‘একটা সময় অনেক কথা শুনেছি। অনেক লোকে অনেক কথা বলেছেন। কিন্তু আমরা দুজনে খুব বেশি পাত্তা দিইনি ব্যাপারটায়। এগুলোতে সত্যিই কিছু যায় আসে না।’

আরও পড়ুন: বাবাকে নিয়ে দ্বিতীয় স্ত্রীকে কটাক্ষ করেছিলেন কাঞ্চন! পিঙ্কির সেলফি, ‘আসলে ছোট…’

সুদীপ আরও জানান, সিরিয়ালে ওরকম ডাকাবুকো অভিনয় করলেও, বাস্তবে বেশ লাজুক তিনি। কখনো কাউকে প্রেমের প্রস্তাবও দেওয়া হয়ে ওঠেনি তাঁর। এমনকী, পৃথা আর দামিনী দুজনেই নাকি প্রেম প্রস্তাব দিয়েছিল তাঁকে। বললেন, ‘আমি নিজে থেকে এগোতে পারি না। আসলে খুবই ভিতু এবং লাজুক মানুষ। মার খাওয়া এবং রিজেক্টেড হওয়ার ভয়ে কোনওদিনও কোনও মহিলার দিকে ঝুঁকিনি।’

আরও পড়ুন: মালাইকার দিকে ‘হাত বাড়ানো’য় অর্জুনের উপর রাগ সলমনের? সম্পর্ক খোলসা করলেন বনি

এর আগে ইস্মার্ট জোড়ির মঞ্চেও দেখা গিয়েছিল সুদীপ ও পৃথাকে একসঙ্গে। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। পটলচেরা চোখ দেখে হয়েছিলেন আকৃষ্ট। আর এদিকে, পৃথা নিজেই পাঠাল ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে। দেখেই চিনতে পারেন। ততদিনে দামিনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। ব্যস, আর কী! শুরু হয়ে যায় আরেক রূপকথার সফর।

হেসে-খেলে একসঙ্গে দাম্পত্যের ৮ বছর কাটিয়েও ফেলেছেন সুদীপ-পৃথা। তাঁদের দুই ছেলে, ঋদ্ধি আর বালি।

বায়োস্কোপ খবর

Latest News

মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে? আগামিকাল কেমন কাটবে আপনার? ভাগ্যের সাহায্য পাবেন কি? জানুন ৯ সেপ্টেম্বরের রাশিফল ‘থ্রেট কালচার’থেকে পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগ, তদন্ত কমিটি গঠন বর্ধমানে খলিস্তানপন্থী পান্নুনের বাড়ির পাশেই বিরাট আগুন, রহস্য চরমে চিনকে উড়িয়ে হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন ভরতের অবনমন হচ্ছে, সেই ‘লাস্ট বয়’ কলকাতা পুলিশও ৩-২ গোলে হারিয়ে দিল মোহনবাগানকে! মৃন্ময়ী মায়ের শিল্পী থেকে রিকশাচালক- ‘রক্ত-মাংসের দুর্গার’ বিচার চাইছে কলকাতা অহিন্দু, রোহিঙ্গা মুসলিমরা এই গ্রামে ঢুকবেন না, উত্তরাখণ্ডে অবাক করা সাইনবোর্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.