ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের রোম্যান্সের কানাঘুষা সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা, সর্বদা তাদের প্রিয় তারকাদের জীবনের ঝলক পেতে বেশ আগ্রহী হয়ে থাকে, এমনকী তাঁদের প্রেম জীবন নিয়েও চলে জল্পনা-কল্পনার হাওয়া। একজন রেডডিট ব্যবহারকারী সম্প্রতি আরিয়ান খান এবং লরিসা বনেসির মধ্যে একটি সম্ভাব্য নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করে নিয়েছেন।
আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চালানো হয়েছে গোয়েন্দাগিরি। এক ব্যক্তি লক্ষ্য করেছে যে, শাহরুখের ছেলে শুধু লরিসা নয় লারিসার পুরো পরিবারকে ফলো করে এবং এর ব্রাজিলিয়ান সুন্দরীও ফলো করে গোটা খান ফ্যামিলিকে। উপরন্তু, আরিয়ান লারিসার মাকে তাঁর জন্মদিনে একটি উপহার পাঠিয়েছে বলে জানা গিয়েছে, যেমনটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে।
আরও পড়ুন: বাবাকে নিয়ে দ্বিতীয় স্ত্রীকে কটাক্ষ করেছিলেন কাঞ্চন! পিঙ্কির সেলফি, ‘আসলে ছোট…’
লারিসা পেশায় একজন অভিনেত্রী। তাকে গুরু রন্ধাওয়ার 'সুরমা সুরমা' মিউজিক ভিডিয়ো, স্টেবিন বেনের মিউজিক ভিডিয়ো এবং এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গিয়েছে। অক্ষয় কুমার এবং জন আব্রাহমের সঙ্গে ব্লকবাস্টার গান 'সুভা হোনে না দে' দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সইফ আলি খানের 'গো গোয়া গন'-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।
আরও পড়ুন: মালাইকার দিকে ‘হাত বাড়ানো’য় অর্জুনের উপর রাগ সলমনের? সম্পর্ক খোলসা করলেন বনি
আরিয়ান বর্তমানে তাঁর পরিচালনায় ডেবিউ ওয়েব সিরিজ, 'স্টারডম'-এর প্রস্তুতিতে ব্যস্ত। আরিয়ানের এই কাজ ঘিরে লোকের উত্তেজনা বাড়ছে। শোনা যায়, ছেলের প্রথম সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিল শাহরুখ খানের। তবে আরিয়ানই চাননি বাবার সাহায্য নিতে। এছাড়াও পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তাঁর। সঙ্গে ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের।
আরও পড়ুন: উচ্চতা নিয়ে পন্তকে খোঁটা! বিতর্ক বাড়তেই মুখ খুললেন উর্বশী, কার দিকে তুললেন আঙুল
শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে রাজকুমার হিরানির ডাঙ্কিতে। যেখানে আরও ছিলেন তাপসী পান্নু, ভিকি কৌশল এবং বোমন ইরানির মতো অভিনেতারা। তাঁর আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে YRF-এর 'পাঠান ২', 'টাইগার ভার্সেস পাঠান', এবং সুজয় ঘোষের একটি থ্রিলার, যেখানে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। এর আগে সুহানা কাজ করেছেন নেটফ্লিক্স অরিজিনাল দ্য আর্চিস-এ।