সুইৎজারল্যান্ড থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। দুই ছেলেকে নিয়ে ২০২৩ সালের শেষে বিদেশে বেড়াতে গিয়েছিলেন তারকা দম্পতি। ৩ জানুয়ারি সকাল সকাল মুম্বই বিমানবন্দরে লেন্সবন্দি হন পতৌদি দম্পতি।
বিমানবন্দরে করিনা, সইফ, তৈমুর, জেহ
মুম্বই বিমানবন্দরে নেমে জেহ-এর হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন বেবো। বাবা সইফের পাশে পাশে হাঁটছিল তৈমুর। ভ্রুঁ কুঁচকে এ দিন পাপারাৎজ্জির দিকে তাকিয়ে হাতও নেড়েছেন ছোট্ট জেহ। এ দিন তাঁদের চারজনেরই দেখা মিলেছে ক্যাজুয়াল পোশাকে। আরও পড়ুন: বোন খুশিই নাকি বড় দিদির মতো আচরণ করে, করণের কাউচে বসে কেন এমন মন্তব্য জাহ্নবীর
ঠোঁট ফুলিয়ে কান্না জেহ-এর
এরপরই গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হন সইফিনারা। নিজেই ড্রাইভিং সিটে ছিলেন সইফ। পাশে ছিল ছোট্ট তৈমুর। মায়ের সঙ্গে গাড়ির ব্যাকসিটে বসে জেহ। বড় দাদাকে দেখে গাড়ির সামনে সিটে বসার আবদার করে জেহও। আর তখনই তাঁকে বকা দেন সইফ, ন্যানি আর মায়ের সঙ্গে পিছনে বসতে হয় তাঁকে। বাবার বকা শুনে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে খুদে।
পাপারাজ্জির দেখে হাত নাড়ালেন জেহ, তৈমুর
বাড়িতে পৌঁছানোর পরই পাপারাজ্জির দেখে হাত নাড়ালেন দুই ভাই তৈমুর এবং জেহ। কপালে হাত রেখে পাপারাজ্জি দেখে হাত নাড়ালেন খুদে জেহ। অন্যদিকে, তৈমুরের দুষ্টুমি এখন আর নেই, বরং সে এখন অনেকই শান্ত। সেও হাত নাড়িয়ে এ দিন।
কলকাতার ক্রিকেট দল কিনলেন সইফিনা
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দল কিনলেন করিনা কাপুর খান ও সইফ আলি খান। আইপিএলের অনুকরণেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। গলি ক্রিকেটের উন্নতির জন্য শুরু করা হচ্ছে এই লিগ। বিসিসিআই সরাসরি যুক্ত না থাকলেও রয়েছে ভারতীয় বোর্ডের একাধিক কর্তা।
সোশ্যাল মিডিয়ায় করিনার পোস্ট
অভিনেত্রী লেখেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে আমরা কলকাতা দলের মালিকানা নিলাম। আমার পরিবারে ক্রিকেট রয়েছে। আনকোরা তরুণ ক্রিকেটারদের জন্য এটা একটা দারুণ মঞ্চ হতে চলেছে। আমরা জেতার জন্য যাবতীয় চেষ্টা করব’।