'দ্য কপিল শর্মা শো' থেকে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন কপিল। দীর্ঘ দিন ধরে এই শো-এর সঞ্চালনা করছেন তিনি। এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ডেবিউ করলেন কপিল। তাঁকে দেখা গেল নেটফ্লিক্সের শো 'আই অ্যাম নট ডান ইয়েট'-এ। নেটফ্লিক্সের এই স্ট্যান্ড-আপ স্পেশ্যাল শো ‘আই অ্যাম নট ডান ইয়েট, কপিল শর্মা’তে রাজনীতি থেকে বলিউডের নানান বিষয় নিয়ে মজা করার পাশাপাশি ফাঁস করলেন তাঁর নিজের ব্যক্তিগত জীবনের বহু অজানা কথা। এই শো-এর সুবাদে এই প্রথম প্রকাশ্যে অবসাদের বিরুদ্দে নিজের লড়াই করার দিনগুলোর কথা তুলে ধরলেন কপিল। পাশাপাশি কবুল করলেন একটা দীর্ঘ সময়ে মদের নেশায়ও জেরবার হয়ে যাচ্ছিলেন, ছাড়তে পারছিলেন না।এবং যেভাবে নিজেকে নিয়ে মজাদার ভঙ্গিতে সেই কঠিন সময়ের কথা তিনি তুলে ধরলেন, তা দেখে কুর্ণিশ জানিয়েছে নেটপাড়ার বাসিন্দারা।

এই প্রসঙ্গে শো-এর মঞ্চ থেকে কপিল বলেন, 'আমরা মনে করি এসব অবসাদের ব্যাপার স্যাপারগুলো সব বিদেশে হয়। এদেশে এসব কিছুই হয়নি।' এ দেশে যে এখনও অবসাদ ও অন্যান্য মানসিক সমস্যার ব্যাপারে সচেতনতা অনেক কম সে ব্যাপারেই ইঙ্গিত করেছেন এই তারকা-কৌতুক অভিনেতা। এতটুকুও দ্বিরুক্তি না করে তিনি দর্শককে জানান যে কীভাবে অবসাদ গ্রাস করেছিল তাঁকে। অবস্থা এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে হাসতে পর্যন্ত ভুলে গিয়েছিলেন তিনি।
কপিলের মুখে এহেন কথাবার্তা শুনে তাঁর প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। কেউ বলছেন কপিলের এই ব্যক্তিগত যাপনের কথা শুনে তাঁর চোখ ছলছল করে উঠেছে, কেউ বা বলছেন নেটফ্লিক্সের মতো এত বিরাট মঞ্চে দাঁড়িয়ে কপিলের মত একজন বড় তারকা যখন মানসিক অবসাদ নিয়ে আলোচনা করেন,তখন তা নিশ্চয়ই জনমানসে এই ব্যাপারে সচেতনতা বাড়াবে।
গত ২৮শে জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আই অ্যাম নট ডান ইয়েট’। কপিলের ব্যক্তিগত ও পেশাদার জীবনের নানান অজানা কথা উঠে এসেছে এই শো-তে। কপিল ফাঁস করেছেন মদ্যপ অবস্থাতেই গিনিকে ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি। সেদিন উইস্কি না খেলে মনে সাহস নিয়ে গিনিকে প্রেমের কথা নয়, বরং বলে ফেলতেন, ‘গিনি তোর বাবার কি ড্রাইভারের দরকার আছে?’