বলিউডের ‘ভাইজান’ তিনি। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক বক্স অফিস কাঁপানো ব্লকবাস্টার হিট ছবি। আগামী বছর ইদে সলমন হাজির হচ্ছেন ‘কিসি কা ভাই, কিসি কি জান’ নিয়ে। আগে এই ছবির নাম ছিল ‘কভি ইদ, কভি দিওয়ালি’। এরপর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ভাইজান'। অবশেষে নাম পালটে ‘কিসি কা ভাই, কিসি কি জান’-ই নির্ধারণ করা হয়েছে ছবির নাম।
ছবির শ্যুটিং শুরু হওয়ার পর কাস্টিংয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। ছবির পরিচালকের আসনে রয়েছেন ফরহাদ সামজি। তবে কানাঘুষো খবর, প্রত্যেকটা শটেই নাকি ক্যামেরার পিছনে রয়েছেন সলমন। তিনিই নাকি প্রজেক্টের কিছু কিছু শট বলছেন। অভিনেতা নিজেই ছবির সম্পাদনার সময় রয়েছেন এবং সহ-পরিচালক হিসাবে কৃতিত্ব নিতে পারেন।
আরও পড়ুন: হলুদ মনোকিনি পরে পা ছড়িয়ে ইয়টে শুয়ে, দুবাইতে চুটিয়ে ছুটি উপভোগ করছেন প্রিয়াঙ্কা
শোনা যাচ্ছে, ছবির একটি বড় অংশ পুনরায় শ্যুট করেছেন সলমন। গত সপ্তাহের শেষের দিকে সলমন, পুজা হেগড়ে, জাসি গিল, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়ালকে নিয়ে ছবির গানের একটি পারিবারিক দৃশ্য শ্যুট করা হয়েছে। এই ছবিতে শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিতেও রয়েছেন সলমন। ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর হাত ধরেই বলিউডে পা রাখছেন শেহনাজ গিল।
করোনাকালে বক্স অফিসে সলমনের সিনেমা ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তি পেয়েছিল। চলতি বছরে সলমনের কোনও ছবিই মুক্তি পায়নি। তবে চিরঞ্জীবী অভিনীত তেলুগু ভাষার ‘গডফাদার’ ছবিতে অতিথি চরিত্রে দেখা মিলেছে অভিনেতার। রিতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি ‘বেদ’- এও অতিথি চরিত্রে দেখা দেবেন তিনি।
তেলুগু তারকা ভেঙ্কটেশ, জগপতি বাবু এবং রাম চরণ সহ নামীদামী দক্ষিণ ভারতীয় তারকাদের সলমনের ছবিতে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে। চিরঞ্জীবী অভিনীত তেলুগু ভাষার ‘গডফাদার’-এ সলমন খানের উপস্থিতির পরই এই খবর প্রকাশ্যে এসেছে। সদ্য শেষ হয়েছে সলমনের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির শ্যুটিং। আগামী বছর ইদে মুক্তি পাবে এই ছবি।