দিনটা ছিল গত ২৭ নভেম্বর (২০২৩) সোমবার। ওইদিন সকাল থেকেই টলিপাড়ায় হইচই পড়ে যায়। কারণটা ছিল পরমব্রত বিয়ে করছেন। আর পাত্রী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। আইনি বিয়ের পর ফেসবুকে প্রথম ছবিও পোস্ট করেন নব-দম্পতি। মনে আছে পরম-পিয়া বিয়ের দিন ঠিক কী পরেছিলেন?
বিয়ের সময় এক্কেবারেই ঘরোয়া সাদামাটা সাজেই দেখা যায় পরম-পিয়াকে। সেদিন পরমব্রত পরেছিলেন মেটে রঙের পাঞ্জাবি, সাদা চোস্তা আর জওহর কোর্ট। আর পিয়ার পরনে ছিল লালপাড় সাদা সুতির শাড়ি। সঙ্গে লাল ডিজাইনার ব্লাউজ। আর সঙ্গে ছিল মানানসই সোনার গয়না। ব্যাস ওই টুকুই।
ফের একবার সেই পোশাকেই সাজলেন পিয়া চক্রবর্তী। বিয়ের দিনে পরা সেই ব্লাউজের সঙ্গে একটু ভিন্ন ডিজাইনের সুতিরই শাড়িতে ফের একবার দেখা গেল পরম পত্নী, সমাজকর্মী পিয়া চক্রবর্তীকে। শুধু বিয়ের দিনের সোনার গয়নার বদলে পিয়া পরেছিলেন হ্যান্ডমেড কানের দুল। এদিন মনোবিদ, সমাজকর্মী রত্নাবলী রায়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়া। সে যাই হোক, মদ্য়াকথা পিয়া এদিন বিয়ের ব্লাউজ আরও একবার 'রিপিট' করেছেন। ঠিক যেমনটা আলিয়া ভাটও করেছিলেন।
মনে আছে, এর আগে গত বছর ১৭ অক্টোবর (২০২৩), স্বামী রণবীর কাপুরের হাত ধরে বিয়ের শাড়ি-ব্লাউজ পরেই জাতীয় পুরস্কার নিতে পৌঁছেছিলেন আলিয়া ভাট। আলিয়াও সেদিই শুধু বিয়ের ভারি গয়নাটুকুই বাদ দিয়েছিলেন। কোনও দ্বিধা না রেখে সেলেব হয়েও একই শাড়ি রিপিট করার জন্য নেটপাড়ায় বাহবা কুড়িয়ে ছিলেন রণবীর ঘরণী। এবার সেই একই কাজ করলেন পরমপত্নী পিয়াও।