বাংলা নিউজ > বায়োস্কোপ > বার্থ ডে গার্ল আলিয়ার কাশ্মীরি,গুজরাতি এবং জার্মান যোগসূত্রের কথা জানেন কী?

বার্থ ডে গার্ল আলিয়ার কাশ্মীরি,গুজরাতি এবং জার্মান যোগসূত্রের কথা জানেন কী?

আলিয়া ভাট

অভিনেত্রীর জন্মদিনে জেনে নিন আলিয়ার বংশ পরিচয়। 

বলিউডে পা রাখার পরই একটার পর একটা সফলতা। মাত্র ২৮ বছর বয়সে একাধিক হিট ছবি রয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের ঝুলিতে। তালিকায় রয়েছে রাজি, উড়তা পঞ্জাব, হাইওয়ে, কাপুর এন্ড সন্স এবং টু স্টেটসের মতো কমার্সিয়াল ভাবে সফল সহ একাধিক ছবি। 

অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের দরুন সংবাদের শিরোনামে থাকে আলিয়ার ব্যক্তিগত জীবনও।পরিচালক মহেশ ভাট এবং তাঁর দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের ছোট মেয়ে আলিয়া। তবে আলিয়ার পরিবারের সম্পর্কে আমাদের অনেকেই অজানা। আলিয়ার রক্তে রয়েছে কাশ্মীরী, গুজরাতি, জার্মান এবং উত্তরপ্রদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ। সোমবার অভিনেত্রীর জন্মদিনে পিছন ফিরে দেখা যাক।

বলিউডে অত্যন্ত জনপ্রিয় ভাট পরিবার। পরিবারের পিতৃপুরুষ নানাভাই ভাট ছিলেন গুজরাতের কাথিয়াবাড় থেকে আসা পোরবন্দরের হিন্দু নগরের ব্রাহ্মণ। কাল্পনিক এবং পৌরাণিক ছবি তৈরির জন্য বিখ্যাত ছিলেন তিনি। ভারতীয় ছবিতে ‘দ্বৈত’ শব্দের ব্যবহার শুরু হয়েছিল তাঁর হাত ধরে। তাঁর প্রথম ছবি ‘মুকাবলা’(১৯৪২ সাল) তে নাদিয়াকে ‘নির্ভীক’ ভালো বোন হিসেবে এবং অপরদিকে গুন্ডা হিসেবে দেখিয়েছিলেন ছিলেন।

শিরিন মহমম্মদ আলি (মহেশ ভাটের মা)-র সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মহেশের বাবা নানাভাই ভাট। এরপর অপর এর মহিলাকে বিয়ে করেন নানাভাই। লখনউ-এর এক ইসলাম ধর্মাবলম্বী ‘শিয়া’ ছিলেন শিরিন। একে অপরকে অনেক ভালবাসলেও, নানাভাই কোনওদিনই বিয়ে করতে রাজি হননি তাঁকে। বাবা-মায়ের ভাঙাচোরা সম্পর্ক নিয়ে বেশ খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন মহেশ। জখম(১৯৯৮) ছবির মাধ্যমে বাবা-মায়ের সম্পর্ককে পর্দায় তুলে ধরেছিলেন তিনি। চল্লিশ, পঞ্চাশের দোরগোড়ায় শিরিনের বোন এবং মহেশের কাকিমা পূর্ণিমা (জন্মসূত্রে মেহেরবানো মহম্মদ আলি) সফল অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তিনি অভিনেতা ইমরান হাশমির ঠাকুমাও।

হিন্দুস্তান টাইমসে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে পরিচালক তাঁর মায়ের সম্পর্কে মহেশ ভাট জানিয়েছিলেন, কীভাবে মায়ের হাত ধরে বড় হয়েছেন তিনি। পরিচালকের কথায়, ‘আমি জানি না বাবার মানে আসলে কী, আমার কাছে তেমন কেউই ছিল না। আমার সঙ্গে বাবার কোনও স্মৃতি নেই, তাই বাবার ভূমিকা কী হওয়া উচিত তা সম্পর্কে কোনও ধারণা নেই। আমি মুসলমান মা শিরিন মহম্মদ আলির-র বেজন্মা সন্তান’। 

বাবা-মায়ের সম্পর্কের যোগের পাশাপাশি আলিয়ার মামার বাড়ির যোগও ভিন্ন। সোনি রাজদানের মা জার্মান মহিলা ছিলেন। তাঁর নাম গার্ট্রুড হোলজের ( Gertrude Hoelzer)।পাশাপাশি সোনির বাবা কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের, তাঁর নাম নরেন্দ্র নাথ রাজদান। লন্ডনে আর্কিটেকচার পড়ার সময় নরেন্দ্রর সঙ্গে গার্ট্রুডের পরিচয় হয়। সোনির জন্ম থেকে বেড়ে ওঠা যুক্তরাজ্যের বার্মিংহামে। পরে ভারতে আসেন তিনি। এই কারণে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে, এমনকি আলিয়া ভাটও ব্রিটিশ নাগরিক। সোনির বাবা একজন দক্ষ বেহালাবাদক ছিলেন, মিউজিকের মাধ্যমেই তাঁদের ভালবাসা গাঢ় হয়।

বাবা-মায়ের রোম্যান্টিক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনি রাজদান জানিয়েছিলেন, ‘দক্ষ বেহালাবাদক হিসেবে ইহুদি মেনুইনের কাছে প্রশংসিত হয়েছিলেন বাবা। ধ্রুপদী ক্লাসিকাল ভারতীয় নৃত্যশিল্পী রাম গোপালের ছাত্র হিসেবে তাঁদ দলের সঙ্গে সারা ইউরোম ভ্রমণ করেছেন বাবা। লন্ডনের একটি কনসার্টে বাবা একজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেই সময়, যেহেতু তাঁর সেটা করতে পারবে না, তাই তাঁরা মাকে একটা পাস দিয়ে বলেছিলেন শো-এর পর স্টেজের পিছনে গিয়ে মিস্টার রাজদানের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে। এভাবে প্রথমবার যখন তাঁদের দেখা হয়, বাবা মা’কে কফির জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন....’।

এরপরই সোনি জানান, তাঁর মা মুম্বই চলে আসেন এবং সেখানে এসে নার্সারি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। মুম্বইতেই তাঁর মা ঘর নিয়ে থাকতে শুরু করেন। 

আলিয়া এবং শাহিনকে অবশ্য খুব কমই তাঁর মামা বাড়ির দিকের দাদু এবং ঠাকুমার সঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়। দাদু-ঠাকুমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন আলিয়া এবং শাহিন।

বায়োস্কোপ খবর

Latest News

হার্দিক নয়, বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে এই মারকাটারি অল-রাউন্ডারকে চাইছেন যুবি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ভোটের লাইনে ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন সুধামূর্তি? ‘সিতারে জমিন পর’ নিয়ে ফিরছেন আমির, পরের মাসে শ্যুটিং শুরু দিল্লিতে: রিপোর্ট অক্ষয় তৃতীয়াকে বলা হয় স্বয়ংসিদ্ধ মুহূর্ত, জেনে নিন এই সম্পর্কিত ১০টি বিষয় আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের ‘আমি যা হয়েছি,যতটুকু হয়েছি সবটাই ভিসি স্যারের জন্য’, বললেন গুকেশ ‘‌প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার’‌, ভোট মিটতেই সুর চড়ালেন বিজেপি প্রার্থী রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার

Latest IPL News

হার্দিক নয়, বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে এই মারকাটারি অল-রাউন্ডারকে চাইছেন যুবি আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.