গায়ক লাকি আলির পোস্ট নিয়ে এখন চর্চা সোশ্যাল মিডিয়ায়। 'এই দেশ ছেড়ে চলে যাব', লিখে সবাইকে চমকে দেন গায়ক। তখন থেকেই সবার মনে প্রশ্ন কী হয়েছে? লাকি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এই সুন্দর দেশটা, যাকে আমি আমার ঘর বলি, এবার বলতে বাধ্য হচ্ছি, সেই দেশ ছেড়েই চলে যেতে হবে।’
২০০২ সাল থেকে জমি নিয়ে সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন লাকি আলি। পোস্টে তিনি লিখেছেন, এক রিয়েল এস্টেটের মাফিয়া তাঁদের পৈত্রিক ১০০ একর জমি জবরদখল করছে ভুয়ো নথি দেখিয়ে। সরকারকে একাধিকবার জানিয়েও সুরাহা হচ্ছে না। সঙ্গে লাকি এটাও জানান এই বেআইনি কাজে হাত আছে কিছু উচ্চপদস্থ কর্মীর। সঙ্গে জানালেন, সরকার এখনই ব্যবস্থা না নিলে তিনি দেশ ছাড়তে বাধ্য হবেন। লাকির দাবি বিচারব্যবস্থাকেও হাত করে নিয়েছে ওই রিয়েল এস্টেটের মাফিয়া। আপাতত সোশ্যাল মিডিয়ার লাকির পোস্ট ঘিরে হইচই। কেউ লাকিকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে, তো কেউ বলেছেন সমস্যা নিয়ে সংসদে যেতে।
এই তো জুন মাসেই এরকম এক বিস্ফোরক পোস্ট করেছিলেন গায়ক। লেখেন, ‘আই লাভ মহম্মদ’। উগ্র হিন্দুত্ববাদীরা লাকির পোস্টের নিচে নানা কটু কথা বলতে থাকেন। নানা ধরনের হুমকিও আসতে থাকে। সেই পোস্টে অনেকেই লিখতে থাকেন ‘জয় শ্রী রাম’। সেরকমই এক মন্তব্যের তলায় কমেন্ট করেন লাকি। তিনি লেখেন, ‘আপনি আমার ভাই’।