'মেড ইন হেভেন'-এর প্রথম সিজন বেশ সমাদৃত হয়েছিল দর্শকমহলে। তাই সিজন ২ নিয়েও দর্শকের উন্মাদনার পারদ চড়ছে। দীর্ঘ ৪ বছর পর অবশেষে ওটিটিতে ফিরছে ‘মেড ইন হেভেন ২’। এই সিরিজটি পরিচালনা করেছেন জোয়া আখতার, নিত্যা মেহরা, প্রশান্ত নায়ার ও অলঙ্কৃতা শ্রীবাস্তব। সিরিজটির গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছিলেন জোয়া আখতার ও রিমা কাগতি৷
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি প্রাপ্ত নতুন সিজনে দেখা যাবে, ম্রুণাল ঠাকুর, রাধিকা আপ্তে, দিয়া মির্জা, নীলম কোঠারি, শিবানী দান্ডেকর, সঞ্জয় কাপুর, সমীর সোনি, পুলকিত সম্রাট এবং বিক্রান্ত ম্যাসি, এলনাজ নরোজি, ইমাদ শাহ, সারা জেন ডায়াস, শ্রীতির মতো অভিনেতাদের। দেখতে পাওয়া যাবে শোভিতা ধুলিপালা, অর্জুন মাথুর, জিম সারভ, কল্কি কোয়েচলিন, শশাঙ্ক অরোরা, শিবানী রঘুবংশী এবং বিজয় রাজের মতো অভিনেতাদেরও। আরও পড়ুন: উষ্ণতা ছড়াচ্ছেন ‘জুবিলি’ অভিনেত্রী ওয়ামিকা, পুরো যেন আগুন
১০ অগস্ট থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হবে ‘মেড ইন হেভেন ২’। সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির আগে মুম্বইয়ে প্রিমিয়ারের বিশেষ আয়োজন করা হয়েছে। প্রিমিয়ার ইভেন্টে অংশ নিতে সেলিব্রিটিরা স্টাইলিশ পোশাক পরে এসেছিলেন। কে কি পরেছিল দেখুন-
‘মেড ইন হেভেন ২’ প্রিমিয়ার: কে কি পরেছেন?
শোভিত ধুলিপালা- এ দিন অভিনেত্রা আকাশি নীলের মধ্যে-কালো এবং রুপোলি দিয়ে কাজ করা ডিপ নেক গাউন পরে ধরা দেন।
দিয়া মির্জা- প্রিমিয়ারের কার্পেটে হাঁটার সময় কালো রঙের ব্লাউজ এবং শাড়িতে গ্ল্যামারাস অবতারে ধরা দেন অভিনেত্রী।
মোনা সিং- ‘মেড ইন হেভেন ২’-এর প্রিমিয়ার ইভেন্টে মার্জিত পোশাকে ধরা দেন মোনা। ফিতে-বন্ধ ওয়েস্টলাইন, অলিভ রঙের কোয়াটার হাতা পোশাকে দুর্দান্ত লুকে ধরা দেন তিনি।
শিবানী দান্ডেকর- প্রিমিয়ারে যোগ দিতে টিউব টপ, ডেনিম রঙের প্যান্টের সঙ্গে ডেনিম লং ওভারকোটে ধরা দেন অভিনেত্রী।
ত্রিনেত্র হালদার- প্রিমিয়ারে নীল গালিচা হাঁটার জন্য ধুতি-স্টাইলের ছয় গজ শাড়ির স্টেটমেন্ট বেছে নিয়েছিলেন অভিনেত্রী।
শ্বেতা ত্রিপাঠি- সাদা রঙের মাছের প্রিন্ট করা শাড়ি এবং কালো-সাদা ব্লক প্রিন্ট হাত কাটা ব্লাউজ পরে প্রিমিয়ারে যোগ দেন অভিনেত্রী।
জিম সার্ভে- 'মেড ইন হেভেন সিজন ২' প্রিমিয়ারে নস্যি রঙের স্যুট, প্যান্ট এবং দারুণ প্রিন্ট কোর্ট পরে হাজির হন অভিনেতা।
আপনার চোখে কার লুক সেরা?