টলিউডে বিয়ে ভাঙাগড়ার গল্প কিছু নতুন নয়। তবে এমন কিছু সম্পর্ক থাকে যা ভাঙার পরেও থেকে যায় চর্চায়। সেই তালিকায় আসেন মধুমিতা সরকার আর সৌরভ চক্রবর্তী। খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন টলিউডের এই সুন্দরী নায়িকা। তবে যতটা চটজলদি ছিল সেই বিয়ের সিদ্ধান্ত, ঠিক ততটাই ক্ষণস্থায়ী ছিল বিবাহিত জীবন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফের একবার টানলেন ভাঙা বিয়ের প্রসঙ্গে। এমনকী, প্রাক্তন বরকে নিয়ে ডেটে যাওয়ার ব্যাপারেও বললেন কথা।
মধুমিতার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’-এর নায়ক ছিলেন সৌরভ। সেই সেটেই মন দিয়েছিলেন তাঁরা একে-অপরকে। মাত্র আঠেরো বছর বয়সে সংসার শুরু। ‘বোঝে না সে বোঝে না’ চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর। জানা যায়, ২০১৫ সালেই করে নিয়েছিলেন তাঁরা বিয়েটা।
বিয়ে ভাঙার পর মধুমিতাকে বলতেও শোনা গিয়েছিল, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস তো রয়েইছে। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম। তা সত্ত্বেও বলব, সৌরভের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আমার কোনও আফসোস নেই, আমাদের কিছু ভালো স্মৃতি রয়েছে’।
তবে বিচ্ছেদ ভাঙার পর তিনি বা সৌরভ কেউই একে-অন্যকে নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করেননি। প্রাক্তনকে নিয়ে বিরূপ মন্তব্যও সামনে আসেনি সেভাবে। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়াটেরর সঙ্গে কথা প্রসঙ্গে ফের একবার মধুমিতার মুখে এল সৌরভের নাম।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সৌরভের সঙ্গে কোনওদিনও ভবিষ্যতে ডেটে যাবেন কি না? আর এই প্রশ্ন বেশ ঠান্ডা মাথাতেই সামলান তিনি। একটু ভেবে বেশ গুছিয়ে জবাব দেন। জানান, তাঁর কাছে ডেট মানে কখনোই রোম্যান্স নয়। বরং নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ, আড্ডা। আর তাই সুযোগ পেলে তিনি যে কারও সঙ্গে ডেটে যেতে প্রস্তুত। তা বাদশাহ শাহরুখ খান হোক বা সহকর্মী বিক্রম চট্টোপাধ্যায়, একসময়কার ‘রটনা’ সৌরভ দাস বা ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় অথবা গায়ক অনুপম রায়। আর সেই হিসেবে প্রাক্তন স্বামী সৌরভকেও রাখা যেতেই পারে ডেটে।
গত বছর অগস্ট মাসে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন মধুমিতা। জানিয়েছিলেন, ‘আমি এখন পুরোপুরিভাবে সিঙ্গল। গত চার বছর ধরে আমার আগে-পিছে তো কিছু নেই। যদি আমি প্রেমে পড়তাম তাহলে আমি খুব খুশি হয়ে সেটা ফ্লন্ট করতাম। লোকজন অনেক সময়ই প্রেমের কথা লুকিয়ে রাখে, আমি সেটায় বিশ্বাসী নই। যদি সত্যি আমার কাউকে পছন্দ হয় এবং আমি কারুর সঙ্গে সম্পর্কে জড়াই তাহলে অবশ্যই সেটা আমি নিজের ফ্যান এবং শুভাকাঙ্খীদের সঙ্গে শেয়ার করে নেব।’