মেয়ে তারার জন্মের ঠিক পরের মুহূর্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী মাহি ভিজ। সঙ্গে তুলে ধরলেন সি-সেকশনে নিয়ে নিজের অভিজ্ঞতা। ছবি দেখে বোঝা যাচ্ছে, অপারেশনের ঠিক পরে ওটি টেবিলেই স্ত্রী মাহি আর সদ্যোজাত তারা-র সঙ্গে সেলফিটি তুলেছেন জয় ভানুশালী।
ছবির সঙ্গে পোস্ট করা একটি লম্বা নোটে সি-সেকশনের যন্ত্রণা তুলে ধরেছেন মাহি। জানিয়েছেন, প্রসব যন্ত্রণা তাঁর সহ্যক্ষমতা আরও বাড়িয়ে তুলেছে। মাহি লেখেন, ‘সন্তানের জন্ম দেওয়া একেবারেই সোজা নয়, বিশেষ করে আপনি যদি সিজারের মাধ্যমে বাচ্চার জন্ম দিয়ে থাকেন। একদিকে সন্তানকে নিজের সবটুকু দিয়ে যত্ন নেওয়ার ইচ্ছে, অন্যদিকে সেলাইয়ের ব্যথা!’
মাহি আরও লেখেন, ‘তবে আমি মনে করি জীবনে ঘটা প্রতিটা জিনিসই মানুষকে আরও শক্তিশালী করে তোলে, আর মেয়েদের সহ্য ক্ষমতা কল্পনাতীত! প্রত্যেক মা যাঁরা সি-সেকশনের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের বলতে চাই, যখনই সন্তানের মুখের দিকে তাকেবেন, দেখবেন সমস্ত সমস্যা ছোট মনে হবে। এই পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ সন্তান। তাই নিজের মা হওয়া উপভোগ করুন মন খুলে!’
২০১৯ সালের অগস্ট মাসে কন্যা সন্তানের জন্ম দেন মাহি। মেয়ের নাম রাখেন তারা। কন্যা সন্তান তারা-র জন্মের পর নিজের দুই দত্তক সন্তান খুশি এবং রাজবীরের যত্ন না-নেওয়ার অভিযোগ উঠেছিল মাহি আর জয়ের ওপর। যদিও এই তারকা দম্পতি সম্প্রতি জানিয়েছেন, তাঁদের অপর দুই সন্তান আপাতত নিজেদের বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে রয়েছে। তবে ভিডিও কলস ও মেসেজ দুই সন্তানের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখে চলেছেন জয় ও মাহি।