'ইন্ডিয়া'র নাম বদলে ‘ভারত’ রাখা হবে। এমন জল্পনা চলছে। চলছে তর্ক, বিতর্ক। তবে দেশের নাম বদল নিয়ে তর্ক-বিতর্ক ও জল্পনার মাঝে নিজের ছবির নাম বদলে ফেললেন অক্ষয় কুমার। 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ' ছবির নাম বদলে এবার সেটি 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' করলেন অক্ষয়।
সালটি ছিল ১৯৮৯, পশ্চিমবঙ্গের ইতিহাসে এসেছিল একটা ভয়াবহ রাত। রাণিগঞ্জের কয়লাখনিতে আটকে পরেছিলেন বহু শ্রমিক। ভয়াবহ ঘটনায় তাঁদের ত্রাতা হয়ে হাজির হয়েছিলেন যশবন্ত সিং গিল। তাঁরই চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। এই ছবিটি একদম শুরুতে 'ক্য়াপসুল গিল' নামক শিরোনামে মুক্তি পাওয়ার কথা ছিল। পরে নাম বদলে হয় 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। এবার এই নামের মধ্যেই ইন্ডিয়ান শব্দটি ফেলে দিয়ে পরিবর্তে ভারত করা হয়েছে। ৬ সেপ্টম্বর বুধবর ছবির একটি মোশন পোস্টার শেয়ার করেছেন অক্ষয় কুমার। যেখানে খনির ৩৫০ ফুট নিচে ৬৫জন শ্রমিককে উদ্ধারের বিষয়টিই দেখানো হয়েছে। মোশন পোস্টারের ক্যাপশানে অক্ষয় লিখেছেন, '১৯৮৯ সালে একজন মানুষ অসাধ্য সাধন করলেন! ৬ই অক্টোবর সিনেমা হলে #MissionRaniganj-এর সঙ্গে ভারতের সত্যিকারের নায়কের গল্প দেখুন।'
এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে পিরণীতি চোপড়াকে। ছবিতে রয়েছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা,রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, শিশির শর্মা, সুধীর পান্ডে, জামিল খান, বচন পাচেরা, বীরেন্দ্র সাক্সেনা সহ আরও অনেকে। বাশু ভাগনানি, জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ প্রযোজিত এই ছবি আগামী ৬ অক্টোবর মুক্তি পাবে। ছবি পরিচালনা করেছেন রুস্তম খ্যত টিনু সুরেশ দেশাই।