অভিনয়ের পর এবার পরিচালনায় হাতে খড়ি। আসছে অস্কারের জন্য মনোনীত হওয়া অভিনেতা দেব প্যাটেলের ছবি মাঙ্কি ম্যান। আর সেই ছবিরই ট্রেলার এল প্রকাশ্যে। হনুমানের গল্পের থেকে অনুপ্রেরণা নিয়ে সেটাকে অবলম্বন করে বানানো হয়েছে এই ছবি। এখানে উঠে এসেছে বদলার গল্প এবং হিংসাত্মক দৃশ্য।
প্রকাশ্যে মাঙ্কি ম্যানের ট্রেলার
মাঙ্কি ম্যান ছবিটির পরিচালনা করেছেন দেব প্যাটেল। মুখ্য ভূমিকায় অভিনয় করতেও দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রের নাম কিড। রিপোর্ট অনুযায়ী এই ছবিতে কিড নামক চরিত্রটিকে একটি অনামী যুবকের চরিত্র হিসেবে দেখানো হবে যে কিনা একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে খেলে, সেখানে সে প্রতি রাতে গোরিলার মুখোশ পরে জনপ্রিয় ফাইটারদের মুখোমুখি দাঁড়ায়। সবটাই সে করে অর্থের জন্য।
আরও পড়ুন: আয়ুষ্মানের কণ্ঠে পাকিস্তানের স্তুতি! পুরনো ভিডিয়ো ভাইরাল হতেই রোষের মুখে 'ভিকি ডোনর'
শুক্রবার, ২৬ জানুয়ারি প্রকাশ্যে আনা হয়েছে এই ছবিটির ট্রেলার। সেখানে উঠে এসেছে দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্য। এই ছবির ফাটাফাটি অ্যাকশন দৃশ্য মনে করাবে জন উইক ছবিটির কথা। নৃশংস, উগ্র, মারকাটারি রূপে যে এখানে দেখা যাবে এখানে দেব প্যাটেলকে সেটা ট্রেলার থেকেই স্পষ্ট।
দেব প্যাটেল ছাড়াও এখানে আছে। শোভিতা ধুলিপালা। তিনি এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ সারলেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবির ট্রেলার পোস্ট করেছেন। জানিয়েছেন এখানে অভিনয় করে তিনি দারুণ এনজয় করেছেন। তাঁর কথা অনুযায়ী, 'অ্যাবসলিউট জয়।'
আরও পড়ুন: 'ওঁর জন্যই অনেকে পুরস্কার পাননি' ইন্ডিয়ান আইডলে বিস্ফোরক দাবি বিশাল-অভিজিতের, কান ধরে কী বললেন কুমার শানু?
প্রসঙ্গত প্রথমে ঠিক করা হয়েছিল যে এই ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে সোজাসুজি। তারপর জানা গেল যে ছবিটি বড় পর্দাতেই মুক্তি পাবে। আগামী ৫ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।