'দিদি নম্বর ওয়ান' রচনা বন্দ্যোপাধ্যায়ের শোতে প্রতিদিনই হাজির হন টেলি দুনিয়ার নানান সেলেব। এবার রচনার দরবারে হাজির হতে চলেছেন ‘নিম ফুলের মধু’র 'জ্যাঠামশাই' অর্থাৎ অভিনেতা সুব্রত গুহ রায়, সঙ্গী তাঁর স্ত্রী। সেখানেই 'জ্যাঠামশাই'-এর কাণ্ডকারখানায় হেসে লুটোপুটি খেলেন সঞ্চালিকা রচনা।
কিন্তু কী এমন করলেন ‘জ্যাঠামশাই’?
অভিনেতাকে রচনা প্রশ্ন করেন, 'এখানে কী হচ্ছে দাদা?' উত্তরে অভিনেতা সুব্রত গুহ রায় বলেন, ‘পুরো ধ্যাষ্টামো’। ফের রচনা প্রশ্ন করেন, ‘রাস্তাঘাটে লোকজন দেখলে এখন কী বলে?’ ফের উত্তর আসে, ‘ধ্যাষ্টা জ্যাঠু।’ এমন কথা শুনে ততক্ষণে রচনা বন্দ্যোপাধ্যায় হো হো করে হেসে উঠেছেন। সজোরে হাসতে দেখা যায়, 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে হাজির হওয়া আরও দুই টেলি দম্পতি অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডলকেও। সেই হাসির মুহূর্তটিউ উঠে এসেছে শোয়ের নতুন প্রমোতে।
আরও পড়ুন-সলমনের বাড়িতে গুলি চালানোর আগে ৩বার রেইকি হয়, কীভাবে চক্রান্ত করেছিল বন্দুকবাজরা?
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’র যে চরিত্রে অভিনেতা সুব্রত গুহ রায় অভিনয় করছেন, সেটি হল ‘জ্যাঠামশাই’-এর চরিত্র। সিরিয়ালে সেই চরিত্রটিকে প্রায়ই কথায় কথায় 'ধ্যাষ্টামো হচ্ছে!' বলতে শোনা যায়। এদিন সিরিয়ালে তাঁর সেই জনপ্রিয় ডায়ালগের প্রসঙ্গই টেনে আনেন রচনা।
একদিকে যেমন 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিং করছেন, অন্যদিকে ঠিক তেমনই তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে জমিয়ে ভোটপ্রচার চালাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে সঙ্গে নিয়ে ভোটপ্রচার করতে দেখা যায় রচনাকে। চায়ের দোকানে বসে চা খেতে খেতে জনসংযোগ করতে দেখা যায় রচনাকে। এলাকার মহিলাদের কথা শোনেন ‘দিদি নম্বর ওয়ান’এর সঞ্চালিকা তথা হুগলির প্রার্থী। আবার ধনিয়াখালির চেরা গ্রামে আদিবাসীদের সঙ্গে পা মেলাতে এবং ধামসা, কাঁসর বাজাতে দেখা গিয়েছিল রচনাকে। রচনার সেই ভিডিয়োও ভইরাল হয়েছিল।