‘ওপেনহাইমার’ নিয়ে চর্চার অন্ত নেই। কমতি নেই ছবিটি নিয়ে মানুষের উন্মাদনার। আর দুটোরই প্রতিফলন দেখা গেল ভারতীয় বক্স অফিসে। ক্রিস্টোফার নোলানের ছবিটি ভারতে ১০০ কোটির গণ্ডি টপকে গেল। শুধু তাই নয় এই ছবিটি প্রথম হলিউডি ছবি হল যা সব থেকে বেশি আয় করা আইম্যাক্সের খেতাব জিতল।
গত ২১ জুলাই মুক্তি পায় ‘ওপেনহাইমার’। এক ছবিটি মূলত পরমাণু বোমার জনক জে রবার্ট ওপেনহাইমারের বায়োপিক। ২ অগাস্ট পর্যন্ত বক্স অফিসে এই ছবিটি ৯৭ কোটি টাকা আয় করেছে। কিন্তু ইউনিভার্সাল পিকচার্স প্রযোজনা সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ৩ অগাস্ট এই ছবিটি ৩ কোটি আয় করেছে। ফলে সবটা মিলিয়ে এটি ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলল।
প্রথম সপ্তাহেই ক্রিস্টোফার নোলানের এই ছবি বক্স অফিসে ৭৩.২০ কোটি টাকা আয় করে। এটির সঙ্গে একই সময় মুক্তি পেয়েছিল গ্রেটা জারউইগের ‘বার্বি’। এখানে রায়ান গসলিং এবং মার্গট রবি আছেন মুখ্য ভূমিকায়।
'ওপেনহাইমার' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিলিয়ান মারফি। ছবিটি মুক্তি পাওয়ার পরই ভারতীয় দর্শকের একাংশের সমালোচনার মুখে পড়ে। সেখানে জে রবার্ট ওপেনহাইমারকে একটি যৌন দৃশ্যের সময় একটি বই থেকে কিছু লাইন পড়তে দেখা যায় যা কিনা কোনও সংস্কৃত বইয়ের শ্লোক। সেই দৃশ্যেই তিনি বলে ওঠেন, 'এখন আমিই মৃত্যুর প্রতিরূপ। এই পৃথিবীর ধ্বংস।'
আরও পড়ুন: গীতার পাশাপাশি মেঘদূত-বেদ সবই পড়েছিলেন ওপেনহাইমার! লিখেছিলেন 'আমি মুগ্ধ হচ্ছি বারবার'
এই দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরই অনুরাগ ঠাকুর ছবির নির্মাতাদের বলেন এই দৃশ্য দ্রুত বাদ দিতে হবে। একই সঙ্গে বলেন যে CBFC সদস্যরা এই ছবির স্ক্রিনিংকে অ্যাপ্রুভ করেছেন তাঁদের সবার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এমনটাই এএনআই সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত এই দৃশ্য নিয়ে অনুরাগ ঠাকুরকে এক হাত নিয়েছেন শোভা দে। তিনি ছবিটি দেখে টুইটারে একটি পোস্ট করেন। লেখেন 'ভারতের একাধিক হোটেলে গীতা, বাইবেল দেওয়া হয়। সেগুলো বিছানার পাশেই রাখা থাকে। আর সেই ঘরেই ঘনিষ্ট হন যুগলরা। কই তখন তো কেউ অনুরাগ ঠাকুরকে গিয়ে নালিশ জানান না। ছবিতে যৌন দৃশ্যের সময় ভগবত গীতা পাঠ করলেই দোষ?'