বিদ্যুৎ জাম্মওয়াল এবং নন্দিতা মাহতানিকে বুধবার ডিন পান্ডের মেয়ের হলদি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে। যদিও একে-অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছেন গোটা অনুষ্ঠানে।
1/5অ্যাকশন তারকা বিদ্যুৎ জাম্মওয়াল এবং ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানি বাগদানের দুই বছর পর আলাদা হয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে।
2/5সংবাদ সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, বিদ্যুৎ এবং নন্দিতাকে বুধবার ডিন পান্ডের মেয়ের হলদি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে। তবে দুজন একে-অপরের থেকে দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছে।
3/5হলদি অনুষ্ঠানে উপস্থিত সূত্রটি বলেছে, ‘সামাজিক সার্কিটে বিদ্যুৎের একাকীত্ব তাদের দূরত্বের পিছনে একটি কারণ।’
4/5২০২১ সালে আগ্রার তাজমহলে বাগদান করেছিলেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ছবিও দিয়েছিলেন সেই সময়। তবে টিকল না এই ভালোবাসা।
5/5তবে সম্পর্ক ভাঙলেও তাঁরা একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল, ভালো বন্ধু এবং বিপদে একে অপরের জন্য রয়েছে।