Nitesh Pandey Love Life: প্রয়াত ‘অনুপমা’ খ্যাত অভিনেতা নীতেশ পাণ্ডে। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি। বয়স হয়েছিল ৫১ বছর। থিয়েটার, টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায়ও চুটিয়ে অভিনয় করেছেন নীতেশ পাণ্ডে। ব্যক্তিগত জীবনটা কেমন ছিল অভিনেতার?
1/5রূপালি গঙ্গোপাধ্য়ায়ের হিট টিভি শো ‘অনুপমা’য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত ছিলেন নীতেশ পাণ্ডে। নাসিকের ইগাতপুরী অঞ্চলে শ্যুটিং করছিলেন অভিনেতা। সেই সময়ই আচমকা হৃদরোগে আক্রান্ত হন।
2/5'কুছ তো লগ কাহেঙ্গে', 'সায়া', 'মঞ্জিলেই আপনি আপনি', 'জাস্টজু', 'হাম লাডকিয়ান', 'সুনাইনা', 'হিরো-গায়াব মোড অন'-এর মতো অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন নীতেশ পাণ্ডে। প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। ‘ওম শান্তি ওম’, ‘দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’ এবং ‘বাধাই দো’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন।
3/5নীতেশ পাণ্ডের ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, ১৯৯৮ সালে সুপরিচিত অভিনেত্রী অশ্বিনী কালসেকারকে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের এই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০২ সালে বিবাহবিচ্ছেদে পথে হাঁটেন তাঁরা।
4/5নীতেশ অশ্বিনী থেকে বিচ্ছেদের পর অভিনেত্রী অর্পিতা পাণ্ডেকে বিয়ে (২০০৩ সাল) করেন নীতেশ। ‘জুস্তজু’ টেলিভিশন শো-এর সেটে দেখা হয়েছিল তাঁদের। অন্যদিকে, নীতেশের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর প্রথম স্ত্রী অশ্বিনী কালসেকার ২০০৯ সালে অভিনেতা মুরলি শর্মাকে বিয়ে করেন।
5/5উত্তরাখণ্ডের আলমোড়া কুমায়ুনের বাসিন্দা ছিলেন নীতেশ। প্রথম স্ত্রীর মতো অভিনেতার দ্বিতীয় স্ত্রী অর্পিতা পাণ্ডেও অপূর্ব সুন্দরী। অভিনেতার আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী অর্পিতা পাণ্ডে এবং পরিবারের সদস্যরা।