বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi-Adil: ‘আদিল প্রতারণা করেছে’, প্রাক্তনের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও নিকাহ-র ভিডিয়ো পোস্ট রাখির

Rakhi-Adil: ‘আদিল প্রতারণা করেছে’, প্রাক্তনের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও নিকাহ-র ভিডিয়ো পোস্ট রাখির

আদিল-রাখির নিকাহ

নেটনাগরিকরা রাখিকে ট্রোল করতে ছাড়েনি। একজন লিখেছেন, 'উনি লকআপ রিয়ালিটি শোয়ে যেতে চাইছিলেন, আর আপনি সত্যিই লকআপে পাঠিয়ে দিলেন।' কেউ লিখেছেন, ‘রোজ ইসলামের নাম নিয়ে নাটক করবেন না, এটা আপনার নাটকের বিষয় নয়। কারোর প্রশ্ন, আপনি কেনই বা কারোর জন্য ইসলাম নেবেন। যদি মন থেকে আল্লাহকে মানেন তখনই এটা নেবেন।’

বিবাহ-বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামী আদিল খান দুরানির সঙ্গে রাখির ঝামেলার কথা কমবেশি সকলেরই জানা। এমনকি আদিল দুরানি জেল থেকে বের হওয়ার পরও দুজনে একে-অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। আর সব অভিযোগই নেহাত ছোটখাটো নয়, ভয়ানক। রাখির দাবি, আদিল তাঁকে তুরুপের তাস করে বিখ্যাত হতে চাইছিলেন। এমনকি সম্প্রতি আদিলের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করেছেন রাখি।

প্রকাশ্যে আনা রাখির হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে, আদিল রাখিকে বলেছেন, তিনি বিগ বস কিংবা লকআপ-এর মতো রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হতে চান। রাখির কথায়, ‘আমি খুব ভালো করে রাখি ও আমাকে ব্যবহার করে বিখ্যাত হতে চায়। আর ও এসবই করছে বিগ বসে ঢোকার জন্য। আমি ইসলামিক নিয়ম-নীতি মেনে চলছি, আর আমার প্রসঙ্গে প্রতারণা করল।’

আরও পড়ুন-‘আমি সেদিন কান্না থামাতে পারিনি, মৃণালদা এসে জড়িয়ে ধরেছিলেন’: আর মিঠুনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ওঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং আছে: মমতা শঙ্কর

আদিল খান দুরানির সঙ্গে ইসলামিক নিয়ম-নীতি মেনে বিয়ের ভিডিয়ো শেয়ার করে রাখি লিখেছেন, ‘আদিল খান দুররানির সঙ্গে আমার নিকাহ হয়। মাওলনার সামনে নিকাহ করেছিলাম। এরপরেও ও কীভাবে বলে যে আমি মুসলিম নই। এই নিকাহর পর আমার নাম ফাতিমা হয়। আর ও আমার বিরুদ্ধে সমস্ত মিথ্যা অভিযোগ করছে। আমার নাম ব্যবহার করে বলিউডে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে। ওর লজ্জা হওয়া উচিত।’

এদিকে রাখি-আদিলের এই হোয়াটঅ্যাপ চ্যাটের নিচে নেটনাগরিকরা তাঁকে ট্রোল করতে ছাড়েনি। একজন লিখেছেন, 'উনি লকআপ রিয়ালিটি শোয়ে যেতে চাইছিলেন, আর আপনি সত্যিই লকআপে পাঠিয়ে দিলেন।' কেউ বিরক্ত হয়ে লিখেছেন, ‘রোজ ইসলামের নাম নিয়ে নাটক করবেন না, এটা আপনার নাটকের বিষয় নয়। কারোর প্রশ্ন, আপনি কেনই বা কারোর জন্য ইসলাম নেবেন। যদি মন থেকে আল্লাহয় বিশ্বাস করেন তখনই এটা মাননবেন।’

এদিকে ইতিমধ্যেই রাখি প্রাক্তন স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে বলে খবর। অন্যদিকে আদিল খান দুরানি সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার পর রাখির বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে একাধিক অভিযোগ এনেছেন।

 

বন্ধ করুন