২১ ফেব্রুয়ারি বিয়ে করলেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। দক্ষিণ গোয়ায় সৈকতের ধারে এক সাত তারা হোটেলে চার হাত এক হয় নব দম্পতির। সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। সিন্ধি এবং পঞ্জাবি রীতি মেনে এদিন বিয়ে করেন তাঁরা। এ দিন বিয়ের পর পাপারাৎজ্জির সঙ্গে দেখা করে ছবি তোলেন নব দম্পতি। তারপর বিয়ের ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
বিশেষ ডিজাইনার পোশাক পরেছিলেন
রাকুলপ্রীত-জ্যাকি ওয়েডিং আউটফিট নিয়ে চর্চা সর্বত্র। বিয়ের জন্য ডিজাইনার তরুণ তাহিলিয়ানির পোশাক বেছে নিয়েছেন নব দম্পতি। জেনে নেওয়া যাক পোশাকের বিশেষত্ব কী। আরও পড়ুন: তিনে পা দিল জেহ! বার্থ ডে পার্টিতে চাঁদের হাট, হাজির মামা রণবীর থেকে রাহা, সোনমরা
তরুণ তাহিলিয়ানির লেহেঙ্গায় রাকুলপ্রীত সিং
বিয়ের জন্য বিখ্যাত বলিউড ডিজাইনার তরুণ তাহিলিয়ানিকে বেছে নিয়েছিলেন রাকুলপ্রীত সিং। বিয়ের দিন প্যাস্টেল রঙের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন নববধূ। সম্পূর্ণ লেহেঙ্গা হাতের কাজ করা। সঙ্গে ফ্লোরাল কাজ করা দুপাট্টা ছিল মাথায়। পরেছিলেন গোলাপি রঙের চুরি এবং মানানসই হার, কানের এবং টিকলি। ডিজাইনার তরুন তাহিলিয়ানি তাঁর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে লেহেঙ্গা সম্পর্কে সমস্ত বিবরণ পোস্ট করেছেন। লিখেছেন, ‘সন্ধ্যায় বিয়ের জন্য রাকুল একটি সমসাময়িক কিন্তু প্রাণবন্ত পোশাক বেছে নিয়েছেন। যেমনটা কল্পনা করেছিলেন এবং তরুণ তাহিলিয়ানি তার জীবনে একটি দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করেছে’।
জেনে নিন লেহেঙ্গা কেন বিশেষ
রাকুলপ্রীত সিংয়ের লেহেঙ্গা সম্পর্কে কথা বলতে গিয়ে, ডিজাইনার আরও বলেছিলেন যে ‘আকর্ষণীয় আইভরি এবং আইভরি রঙে থ্রি ডাইমেনশনাল ফ্লোরাল মোটিফ এবং হ্যান্ড এমব্রয়ডারি করা লেহেঙ্গায় আধুনিকতার ছোঁয়া’।
জ্যাকির লুক প্রসঙ্গে
বিয়ের জন্য শেরওয়ানি বেছে নিয়েছেন জ্যাকি ভাগনানি। নতুন বরের শেরওয়ানি জুড়ে চিকনকারির কাজ। মাথায় সাদা পাগড়ি দেখা যায় তাঁর। ডিজাইনার তরুণ তাহিলিয়ানিও জ্যাকির শেরওয়ানি বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ‘চিনার’ মোটিফ কাজের এই শেরওয়ানি তৈরি করতে প্রায় ছয় মাস সময় লেগেছে। হাতের কাজ করা এই পোশাকে রেশমের সুতোর ব্যবহার করা হয়েছে। কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি এবং সৃজনশীলতা এলাকার বিখ্যাত চিনার পাতার ট্যাপেস্ট্রির ছোঁয়া রয়েছে দুজনেরই পোশকে। অথেনটিক জারদৌসির কাজ করা।
রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানির বিয়ের ছবি
এদিন রাত সাড়ে আটটায় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রকুলপ্রীত সিং। বিয়ের নানা মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, 'আমার এখনের এবং চিরকালের। এখন দুজনেই ভাগনানি।'