তিন বছরে পা রেখেছে সইফ আলি খান এবং করিনা কাপুর খানের ছোট ছেলে জাহাঙ্গির আলি খান। ছোট ছেলে জেহ-র জন্মদিন গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন সইফিনা। আমন্ত্রিতদের তালিকাও বেশ তারকা-খচিত। সবুজ ব্লেজার এবং নীল রঙের জিনস পরে মাউন্ট মেরি রোডে পার্টিতে যোগ দিয়েছিলেন করিনা। মাউভ কুর্তা এবং সাদা পায়জামা পরে স্বভাবসিদ্ধ মেজাজে ধরা দেন সইফ। আরও পড়ুন: রকুল-জ্যাকির সঙ্গীত অনুষ্ঠানে ফাটিয়ে নাচলেন রাজ-শিল্পা! ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো
জন্মদিনের দিন নীল রঙের ভেস্ট, সাদা শার্ট এবং কালো জিনস পরে দেখা মিলল বার্থ ডে বয় জেহ-র। বেশ দারুণ একটা হেয়ার কাটে দেখা মিলেছে তাঁর। খুদে তৈমুরও পার্টিতে তাঁর বন্ধুদের সঙ্গে পৌঁছেছিলেন। আরও পড়ুন: 'শৈশবের একটাই ট্রেজার…', আমিন সায়ানির প্রয়াণে শোকস্তব্ধ ‘একলব্য’ মীর কী বললেন
এছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন জেহের মামা এবং করিনার খুড়তুতো ভাই রণবীর কাপুর। ভাইঝি সামাইরা সাহনি এবং মেয়ে রাহাকে নিয়ে পার্টিতে হাজির হয়েছিলেন রণবীর। ঋদ্ধিমা কাপুর সাহনির মেয়ে সামাইরা। মেয়ে রাহাকে কোলে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে রণবীরকে।
সুন্দর হলুদ-বাদামী পোশাক পরে ছেলে বায়ুকে কোলে নিয়ে হাজির হয়েছিল সোনম কাপুর। হাতজোড় করে পাপারাৎজ্জিদের ছেলের ছবি না তোলের জান্য অনুরোধ করেন সোনম। করিনাকে পার্টি ভেন্যুতে বায়ুর সঙ্গে খেলতে দেখা গিয়েছে।
সইফের ভাগ্নি ইনায়া নাওমি খেমু, করিনার বাবা রণধীর কাপুরও সুপারহিরো, কমিক বই-থিমযুক্ত পার্টিতে যোগ দিয়েছিলেন। বাচ্চাদের নিয়ে নেহা ধুপিয়াও পার্টিতে যোগ দেন। মালাইকা আরোরা, অমৃতা আরোরা সহ বলিউডের আরও অনেকে যোগ দিয়েছেন এই পার্টিতে।
বলিউডের জনপ্রিয় দম্পতি সইফ আলি খান এবং করিনা কাপুর খান। দম্পতির দুই সন্তান তৈমুর এবং জেহ। ২০১৬ সালে জন্ম তৈমুরের। বয়স এখন ৭ বছর। সইফিনার ছোট ছেলে জেহ-এর বয়স সবে মাত্র তিন বছর। সইফ আগেই জানিয়েছিলেন, তিনি চান তাঁর ছেলেমেয়েও বলিউডের গ্ল্যামার জগতে কাজ করুক। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার সইফ-করিনার।
নিজের কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন হঠাৎই ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেন বলিউডের বেবো। দু’জনেই বলিউডের অভিজাত পরিবারের সন্তান। যদিও তাঁরা একে অপরের আলোয় আলোকিত নন। নিজ গুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন করিনা কাপুর খান ও সইফ আলি খান।