দিলজিৎ দোসাঞ্জকে 'বিবা মুন্ডা' হিসেবেই চেনেন তাঁর অনুরাগীরা। অভিনেতা-গায়ক সম্প্রতি মুম্বইয়ের এক কনসার্টে এড শিরানের সঙ্গে পারফর্ম করেন। এবং ক্রু ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও তাঁকে দেখা গিয়েছিল। সম্প্রতি এই অভিনেতা-গায়কের বন্ধুরা করলেন কিছু চাঞ্চল্যকর দাবি। আর তা হল, দিলজিৎ একজন ইন্দো-আমেরিকান মহিলাকে বিয়ে করেছেন এবং তাঁর একটি ছেলেও রয়েছে।
যা বললেন তাঁর বন্ধুরা
‘ওঁ খুব প্রাইভেট পার্সন। ওঁর পরিবার সম্পর্কে খুব কমই জানা যায়। তবে বন্ধুরা বলে যে, তাঁর স্ত্রী একজন আমেরিকান-ভারতীয় এবং তাঁদের একটি ছেলেও রয়েছে এবং তাঁর বাবা-মা লুধিয়ানায় থাকেন।’, বলেন এক বন্ধু। আরও উল্লেখ করা হয়েছে যে, তাঁর স্ত্রী ও ছেলে দুজনেই যুক্তরাষ্ট্রে থাকেন।
এর আগে ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিৎ জানিয়েছিলেন, তিনি কখনও হৃদয় ভাঙার মুখোমুখি হননি। অল্প বয়সে পরিবার থেকে দূরে সরে যাওয়া নিয়েও মুখ খুলেছিলেন তিনি। ‘আমার যখন এগারো বছর বয়স তখন আমি বাড়ি ছেড়ে মামাজির (মামা) সঙ্গে থাকতে শুরু করি। গ্রাম ফেলে শহরে আসি। আমি লুধিয়ানায় চলে আসি। মামা বলল, ‘ওকে আমার সঙ্গে শহরে পাঠিয়ে দাও’। তখন আমার বাবা-মাও বললেন, ‘হ্যাঁ, ওকে নিয়ে যাও’। আমার বাবা-মা আমাকে জিজ্ঞাসাও করেননি। তাছাড়া তখন আমাদের মোবাইল ফোনও ছিল না। বাড়িতে ফোন করতে বা বাবা-মায়ের কাছ থেকে ফোন রিসিভ করতেও আমাদের টাকা খরচ হত। আস্তে আস্তে আমি আমার পরিবার থেকে দূরে সরে যেতে শুরু করি।’, বলেন দিলজিৎ।
দিলজিৎ আপাতত অমর সিং চমকিলার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অল্প বয়সে খুন হওয়া পাঞ্জাবি গায়ক ও তাঁর স্ত্রীর বাস্তব জীবনের গল্প অবলম্বনে তৈরি সিনেমাটি আসছে নেটফ্লিক্স। গায়িকা-স্ত্রী অমরজোতের ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ছবিটি প্রযোজনা করেছে মোহিত চৌধুরী, সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি, সারেগামা এবং উইন্ডো সিট ফিল্মস।