টলিউডে কান পাতলে জোর গুঞ্জন, পরস্পরকে ডেট করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়। রোহনের সদ্য ইনস্টাগ্রাম পোস্ট উসকে দিল আরও জল্পনা। স্টিয়ারিং হাতে গাড়িতে বসে অভিনেতা। পড়ন্ত বিকেলে রোদ এসে পড়ছে রোহনের গায়ে। সেই ছবিই শেয়ার করে অভিনেতা লিখেছেন, ক্যামেরার পিছনে রয়েছেন অঙ্গনা। হ্যাঁ, অঙ্গনাই ছবিগুলি তুলেছেন।
ছবির ক্য়াপশনে রোহন লিখেছেন, ‘আমার মতে সান কিসড ছবি’। পোস্টে কমেন্ট করতে ভোলেননি অঙ্গনার। আগুনের ইমোজি দিয়েছেন মন্তব্য বাক্সে। এর আগে অঙ্গনার সঙ্গে ভালোবাসামাখা ছবি শেয়ার করে রোহন লিখেছিলেন, ‘তোমার সঙ্গে উড়তে চাই, তোমার সঙ্গে পড়তে চাই’। সত্যিই কি দুজনে প্রেম করছেন? যদিও অভিনেত্রী আগে জানিয়েছিলেন যে সেটা সত্য নয়। তাঁরা কেবলই বন্ধু। টলি-টাউনের এই নতুন জুটি নিয়ে চলছে জোর চর্চা। আরও পড়ুন: ‘আবার দেখা হবে..’, ৩৪তম বিবাহবার্ষিকীতে সোনালিকে নিয়ে আবেগঘন শঙ্কর, আর কী লিখলেন
স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালের সুবাদেই পরিচিতি পান রোহন ভট্টাচার্য। ‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর মেগা সিরিয়াল থেকে লম্বা ব্রেক নিয়েছিলেন রোহন ভট্টাচার্য। মাঝে রিয়ালিটি শো-এর সঞ্চালক থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম, এমনকী ছবি জগতটাও এক্সপ্লোর করেছেন রোহন। অবশেষে দীর্ঘ সময় পর স্টারের মেগায় ফিরেছেন অভিনেতা। সৌজন্যে ‘তুমি আশেপাশে থাকলে’। এই ধারাবাহিকে রোহনের বিপরীতে রয়েছেন অঙ্গনা। ওটিটি জগতের পরিচিত মুখ অঙ্গনা। এই সিরিয়ালের সঙ্গেই টেলিভিশন ডেবিউ করেছেন তিনি। সদ্য বিক্রম চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘পারিয়া’ সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।
‘অপরাজিতা অপু’ শেষ হওয়ার পর একাধিক মেগার অফার ফিরিয়েছেন রোহন। স্টার জলসার নাচের রিয়ালিটি শো-তে সঞ্চালক হিসাবে প্রশংসা কুড়িয়েছেন। ‘বাঘাযতীন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রোহন ভট্টাচার্যকে।
একসময় রোহন ভট্টাচার্য এবং সৃজলা গুহ প্রেমচর্চা ছিল তুঙ্গে। করোনা লকডাউনের সময় একসঙ্গে থাকতেনও তাঁরা। মন ফাগুন ধারাবাহিকে সৃজলা গুহকে দেখা যায় শন বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। মন ফাগুন শেষ হতে না হতেই, রোহন-সৃজলার বিচ্ছেদের খবর সামনে আসে। একাংশ দাবি করতে থাকে, সৃজলা আর শনের সম্পর্কই নাকি ছিল প্রেম ভাঙার কারণ। যদিও তা হাওয়ায় উড়িয়ে দেন রোহন নিজে। সাফ জানান, কোনও তৃতীয় ব্যক্তির হাত নিয়ে তাঁদের বিচ্ছেদে।
তবে, এসবই অতীত। শোনা যাচ্ছে, জীবনে নতুন মানুষ এসেছে রোহনের। সিরিয়ালের কো-স্টারকেই মন দিয়ে ফেলেছেন। যদিও রোহন আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘এরকম কিছু হলে আমি নিজেই ঘোষণা দেব। তবে ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। ওর সঙ্গে থাকতে ভালো লাগে। আমার সঙ্গে সচারাচর এমনটা হয় না। আমি এমনিতে খুবই লাজুক। অঙ্গনাকে কোস্টার হিসেবে পেয়ে আমি সত্যিই খুশি।’