Highest Paid TV Hosts: শুধুমাত্র টিভি শো হোস্ট করে বছরে কোটি কোটি টাকা আয় করেন বলিউড তারকারা। প্রচুর টাকা পারিশ্রমিক নেন তাঁরা। সলমন, করণ, আমিতাভ থেকে কপিল, তারকাদের শুধুমাত্র টিভি শো হোস্টের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে-
1/6অনেক বলিউড সেলিব্রিটি আছেন যারা টিভি হোস্টিংও করেন। এই তারকারা টিভি শো হোস্ট করে কোটি টাকা আয় করেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিখ্যাত টিভি হোস্ট যারা প্রচুর পারিশ্রমিক নেন-
2/6অমিতাভ বচ্চন- সোনি টিভির রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ হোস্ট করেন বিগ বি। ২০২২ সালের রিপোর্ট অনুসারে, কেবিসি ১৪-এর জন্য এপিসোড পিছু সাড়ে ৭ কোটি টাকা করে চার্জ করেছেন অমিতাভ।
3/6সলমন খান- গত কয়েক বছর ধরেই বিগ বসের উপস্থাপক সলমন। মিডিয়া রিপোর্ট অনুসারে, তিনি বিগ বস ১৬-এর গোটা সিজনের জন্য ৩৫০ কোটি টাকার বেশি চার্জ করেছেন বলিউডের ভাইজান। বিশেষজ্ঞের ধারণা অনুযায়ী, ভারতীয় টিভি হোস্ট হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক রয়েছে সলমনের ঝুলিতে।
4/6কপিল শর্মা- মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কপিল শর্মা সোনি টিভির ‘দ্য কপিল শর্মা শো’-এর দ্বিতীয় সিজনের জন্য প্রতি এপিসোড পিছু ৫০ লাখ টাকা করে চার্জ করেছেন।
5/6করণ জোহর- ‘কফি উইথ করণ’ শো হোস্ট করেন করণ জোহর। ২০২২ সালে ২০টি পর্ব সম্প্রচারিত হয়েছে শো-এর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করণ জোহর প্রতি এপিসোড পিছু দেড় থেকে দুই কোটি টাকা করে চার্জ করেন।
6/6রোহিত শেট্টি- ২০২২-এ ‘খতরন কে খিলাড়ি ১২’-এর হোস্ট রোহিত। প্রতি পর্বে ৬০ লাখ টাকা করে পারিশ্রমিক নিয়েছেন তিনি। অনেক মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, এই সিজনের জন্য নিজের পারিশ্রমিক বাড়িয়েছিলেন রোহিত।