কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে সারা আলি খান হাঁটলেন সাদা পোশাকে। কেন নিজেই নিজেকে ‘জেব্রা’ বললেন?
1/5চলতি বছরেই কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করলেন সারা আলি খান। প্রথমদিনে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ভারতীয় পোশাকে। তবে কানের দ্বিতীয় দিনে তাঁর দেখা মিলল কালো-সাদা শাড়ি-স্টাইলের পোশাকে। তিনি এদিনও আবু জানি আর সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক পরেছিলেন। আর ডেপিং করেন ডলি জৈন।
2/5সারা বেছে নেন কালো-সাদা রঙের পুঁতিযুক্ত ব্র্যালেট হল্টারনেক ব্লাউজ। সঙ্গে একটি শাড়ি-স্টাইলের স্কার্ট। সঙ্গে জুয়েলারি হিসেবে ছিল কালো এবং সাদা মুক্তোর নেকলেস ও স্টাড। মেসি বান, বোল্ড উইংড আইলাইনার, মভ লিপস্টিক তাঁর এই সাজকে আরও বিশেষ করে তোলে।
3/5তবে সোশ্যাল মিডিয়ার মনে ধরলেন না সারা দ্বিতীয় দিনে। কানের দ্বিতীয় লুক সামনে আসতেই শুরু হল ট্রোলিং সইফ কন্যাকে নিয়ে। তবে কেদারনাথ অভিনেত্রী যেন তৈরিই ছিলেন ট্রোলারদের জবাব দিতে। ইনস্টাগ্রামে নিজের লুক শেয়ার করে লিখলেন, ‘জেব্রার মতো লাগছে নিজেকে। তবে ভুলেও আমার লাইন ক্রস কোরো না।’
4/5কান ফেস্টিভ্যালের রাত পার্টিতে কালো অফ শোল্ডার ড্রেসে পৌঁছেছিলেন এই ভারতীয় সুন্দরী। পোশাকের সামনে ছিল সোনালি রঙের হার্ট শেপের কাজ। এই লুক নিয়েও কম কটাক্ষ হয়নি। কেউ মন্তব্য করেন, ‘ফুটের পোশাক’ তো কেউ লেখেন, ‘জঘন্য স্টাইলিং। নিজের ডিজাইনার বদলাও’।
5/5প্রথমদিন রেড কার্পেটে সারা বেছে নিয়েছিলেন আইভরি রঙের লেহেঙ্গা। যাতে ছিল লম্বা ট্রেল। ভারচতীয় সংস্কৃতির ছাপ ছিল তাঁর লুকে। সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি সবসময়ই আমার ভারতীয় হওয়া নিয়ে খুব গর্বিত। আর এটিই বুঝিয়ে দেয় আমি আসলে কে!’